TRENDING:

‘পদ্মাবতী’ তৈরি করে দোষ করেছেন বনশালিও : যোগী আদিত্যনাথ

Last Updated:

ছবি মুক্তির আগেই মধ্যপ্রদেশে নিষিদ্ধ হয়েছে সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: ছবি মুক্তির আগেই মধ্যপ্রদেশে নিষিদ্ধ হয়েছে সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী ৷ সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের নির্দেশেই মধ্যপ্রদেশে নিষিদ্ধ করা হয়েছে এই ছবিকে ৷ আর সেই পথেই হেঁটে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও রাজস্থানে নিষিদ্ধে করল পদ্মাবতীর প্রর্দশন ৷ এই সবের মাঝেই পদ্মাবতী বিতর্ককে উসকে দিয়ে সঞ্জয়লীলা বনশালিকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
advertisement

গোরখপুরে ইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসুজ যোগী আদিত্যনাথ বললেন, ‘পদ্মাবতী ছবি বানিয়েই দোষ করেছেন সঞ্জয়লীলা বনশালি’ ৷ যোগী আরও জানান, ‘পদ্মাবতী নিয়ে বিতর্ক উঠেছে গোটা দেশে ৷ সেন্সর বোর্ডের সাধারণ মানুষের মনোভাবের কথাও ভাবা উচিত ৷ যদি বিক্ষোভকারীরা দোষী হয়ে থাকেন তাহলে বলব বনশালিও দোষী ৷ বনশালি মুণ্ডুচ্ছেদের কথা বলে যদি দোষ করে থাকেন বিক্ষোভকারীরা, তাহলে বনশালিও দোষ করেছেন পদ্মাবতী ছবিতে বিতর্কীত দৃশ্য দেখিয়ে ! ’

advertisement

এর আগে কেন্দ্র সরকারের কাছে পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে চিঠি পাঠাল উত্তরপ্রদেশের যোগী সরকার৷ যোগী সরকারের তরফ থেকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে জানানো হল, পদ্মাবতী ছবি মুক্তি পেলে অশান্ত হতে পারে গোটা উত্তরপ্রদেশ ৷ এমনকী, চিঠিতে রাজ্যের আইন শৃঙ্খলাও বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রকে চিঠি দিয়ে যোগী সরকার জানিয়েছে, ‘৯ অক্টোবর ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই রাজ্যের বেশ কিছু সংগঠন প্রতিবাদ মিছিল বের করেছিল ৷ আশঙ্কা করা হচ্ছে ছবির মুক্তির পর এই প্রতিবাদ আরও জোড়ালো হতে পারে৷ যা কিনা গোটা উত্তরপ্রদেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে ৷ এই অবস্থায় সেন্সর বোর্ড যদি এই সব দিকের কথা মাথায় রেখে ছবির মুক্তি নিয়ে ভাবেন, তাহলে সম্প্রীতি বজায় থাকবে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পদ্মাবতী’ তৈরি করে দোষ করেছেন বনশালিও : যোগী আদিত্যনাথ