গোরখপুরে ইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসুজ যোগী আদিত্যনাথ বললেন, ‘পদ্মাবতী ছবি বানিয়েই দোষ করেছেন সঞ্জয়লীলা বনশালি’ ৷ যোগী আরও জানান, ‘পদ্মাবতী নিয়ে বিতর্ক উঠেছে গোটা দেশে ৷ সেন্সর বোর্ডের সাধারণ মানুষের মনোভাবের কথাও ভাবা উচিত ৷ যদি বিক্ষোভকারীরা দোষী হয়ে থাকেন তাহলে বলব বনশালিও দোষী ৷ বনশালি মুণ্ডুচ্ছেদের কথা বলে যদি দোষ করে থাকেন বিক্ষোভকারীরা, তাহলে বনশালিও দোষ করেছেন পদ্মাবতী ছবিতে বিতর্কীত দৃশ্য দেখিয়ে ! ’
advertisement
এর আগে কেন্দ্র সরকারের কাছে পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে চিঠি পাঠাল উত্তরপ্রদেশের যোগী সরকার৷ যোগী সরকারের তরফ থেকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে জানানো হল, পদ্মাবতী ছবি মুক্তি পেলে অশান্ত হতে পারে গোটা উত্তরপ্রদেশ ৷ এমনকী, চিঠিতে রাজ্যের আইন শৃঙ্খলাও বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে ৷
কেন্দ্রকে চিঠি দিয়ে যোগী সরকার জানিয়েছে, ‘৯ অক্টোবর ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই রাজ্যের বেশ কিছু সংগঠন প্রতিবাদ মিছিল বের করেছিল ৷ আশঙ্কা করা হচ্ছে ছবির মুক্তির পর এই প্রতিবাদ আরও জোড়ালো হতে পারে৷ যা কিনা গোটা উত্তরপ্রদেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে ৷ এই অবস্থায় সেন্সর বোর্ড যদি এই সব দিকের কথা মাথায় রেখে ছবির মুক্তি নিয়ে ভাবেন, তাহলে সম্প্রীতি বজায় থাকবে ৷ ’
