TRENDING:

‘আমি বেঁচে থাকতে চাই শুধু আমার স্ত্রীয়ের জন্য’: ইরফান খান

Last Updated:

মারণ রোগ ক্যানসার তাঁকে অনেক কিছু শিখিয়েছে ৷ জীবনটাকে অন্যভাবে দেখতে শিখেছেন ইরফান খান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মারণ রোগ ক্যানসার তাঁকে অনেক কিছু শিখিয়েছে ৷ জীবনটাকে অন্যভাবে দেখতে শিখেছেন ইরফান খান ৷ আর তাই তো ইরফানের কাছে গোটা জীবনটাই প্রতিটি সেকেন্ডের ৷ প্রতিটি মুহূর্তের ৷
advertisement

সম্প্রতি এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান জানিয়েছেন, ‘জীবনটা যেন নাগরদোলা হয়ে গিয়েছে ৷ কখনও উত্তেজনা, কখনও আনন্দ, কখনও দুঃখ ৷ আর এই চড়াই-উতরাই জীবনে আমার পাশে সব সময় ছিল আমার স্ত্রী ৷ ওর জন্যই প্রতিটি সেকেন্ডে বাঁচার ইচ্ছে বেড়ে যায় ৷ ওর জন্য অক্সিজেন চলে ৷ আমার বেঁচে থাকার মানেই হচ্ছে আমার স্ত্রী সুতপা ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার পর সোশ্যাল নেটওয়ার্কে ইরফান লিখেছিলেন, ‘জীবন কখনও আপনাকে একেবারে চমকে দেবে তার আন্দাজও করা যায় না ৷ ১৫ দিনের মধ্যেই আমার জীবন ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ ৷ তবে জানতে পেরেছি, আমার জীবনের গল্পে টুক করে ঢুকে পড়েছে এক কঠিন ও বিরল রোগ ? তবে আমি হারব না ৷ লড়ে যাব ৷ এই লড়াইয়ে আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, আমার বন্ধুরা ৷ আর আমার ভক্তদের কাছে অনুরোধ, আমার এই রোগ নিয়ে কোনও গুঞ্জনকেই প্রশয় দেবেন না ৷ আর এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে৷ আসলে, আমার জীবনে কী ঘটতে চলেছে !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমি বেঁচে থাকতে চাই শুধু আমার স্ত্রীয়ের জন্য’: ইরফান খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল