TRENDING:

Shah Rukh Khan-Ibrahim Ali Khan: সইফ-পুত্রের গায়ে আরিয়ানের ব্র্যান্ড! একটা সোয়েটশার্টের এত দাম, জানলে অবাক হবেন

Last Updated:

Shah Rukh Khan-Ibrahim Ali Khan: দিন কয়েক আগেই পোশাকের নতুন ব্র্যান্ড প্রকাশ্যে এনেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আর সেই ব্র্যান্ডের সোয়েটশার্ট পরেই ছবি দেখতে হাজির হয়েছিলেন ইব্রাহিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেতার ছেলে ইব্রাহিম আলি খান। কালো রঙের একটি সোয়েটশার্ট পরে হাজির হয়েছিলেন বলিউডের তারকা-সন্তান। তাঁর সেই পোশাক নিয়ে আপাতত চর্চার বিষয়।
advertisement

দিন কয়েক আগেই পোশাকের নতুন ব্র্যান্ড প্রকাশ্যে এনেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আর সেই ব্র্যান্ডের সোয়েটশার্ট পরেই ছবি দেখতে হাজির হয়েছিলেন ইব্রাহিম। বিষয়টি নেটিজেনদের চোখ এড়ায়নি। ইব্রাহিমের পোশাকের আকাশছোঁয়া দাম নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। অনেকেই দাবি করেন, শাহরুখ-তনয়ের ব্র্যান্ডের যে সোয়েটশার্টটি তিনি পরেছেন, সেটির দাম দু’লাখ টাকা।

আরও  পড়ুন- ‘আর বিলম্ব নয়’! কিসের ইঙ্গিত দিলেন গায়িকা ইমন, পোস্ট ভাইরাল হতেই তোলপাড়

advertisement

আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা

আরিয়ান এবং ইব্রাহিমের বন্ধু্ত্বের কথা কারও অজানা নয়। নেটিজেনদের একাংশ মনে করছেন, বন্ধুর ব্র্যান্ডের প্রচারের জন্যই বহুমূল্য সেই জ্যাকেট পরেছেন সইফ-পুত্র। দুই তারকা-সন্তানের বন্ধুত্বের প্রশংসা করেছেন অনেকেই।

advertisement

ইতিমধ্যেই অভিনেতা হিসেবে প্রথম ছবির শ্যুট করে ফেলেছেন ইব্রাহিম। এ ছাড়াও করণ জোহরের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। অন্য দিকে, আরিয়ান থাকতে ক্যামেরার নেপথ্যেই। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও মন দিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan-Ibrahim Ali Khan: সইফ-পুত্রের গায়ে আরিয়ানের ব্র্যান্ড! একটা সোয়েটশার্টের এত দাম, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল