সিনেমা দেখতে যাওয়ার সময় কালো রঙের একটি জ্যাকেট পরেছিলেন পলক ৷ এবং হল থেকে বেরোনোর সময় কালো রঙের একটি জ্যাকেট ইব্রাহিমের হাতে দেখা গেছে৷ জ্যাকেটটি যে পলকেতা বুঝতে কারোরই অসুবিধা হয়নি৷ সিনেমা দেখে বেরোতেই ইব্রাহিমকে ঘিরে ধরেন পাপারাৎজিরা৷ ফোনে কথা বলতে বলতেও সকলের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং শেষে সকলের সঙ্গে হাত মেলাতেও দেখা গেছে সইফ পুত্রকে৷ নিমেষের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷
advertisement
আরও পড়ুন-কেন আমি একজন মহিলাকে বিয়ে করতে পারি না? তাহলে কি…’Big Secret’ ফাঁস রেখার
আরও পড়ুন-শরীরে বিরল রোগ, তাও একাধিকবার যমজ সন্তানের জন্ম, কীভাবে সম্ভব? অবাক করা তথ্য ফাঁস সেলিনার
বি-টাউনের অন্দরে কান পাতলেই গোপন প্রেমের গুঞ্জনে মাতোয়ারা টিনসেল টাউন। চলতি বছরের শুরু থেকেই ইব্রাহিম ও পলকের ডেটিংয়ের গুজব শুরু হয়েছে৷ সাক্ষাৎকারে পলক জানিয়েছিলেন, ইব্রাহিম শুধুই তার ভাল বন্ধু৷ বলিউডে গোপন প্রেম দীর্ঘদিন ধরেই চলে আসছে। কখনও তারকারা আবার কখন স্টারকিডরাও গোপনে ডেটিং করেন। আর সেই ছবি একবার ভাইরাল হলে তা নিয়ে গুঞ্জন যেন আরও বেড়ে যায়। তেমনই সইফ পুত্রের গোপন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়৷