TRENDING:

শ্যুটিংয়ে গুরুতর চোট পেলেন হৃতিক

Last Updated:

হৃত্বিক রোশন ফ্যানদের জন্য দুঃসংবাদ ৷ মহেঞ্জোদরোর শ্যুটিং-এ পায়ে গুরুতর চোট পেলেন তিনি ৷ মু্ম্বইয়ের নওগাঁওতে চলছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছবির একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং ৷ স্টান্ট করতে কোনও ‘ডামি’ নেননি নায়ক হৃতিক ৷ আর তাতেই ঘটে গেল বিপত্তি ৷ বেকায়দায় গুরুতর চোট লাগে হৃতিকের গোড়ালি এবং লিগামেন্টে। তাঁর দু’পায়ের লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । চিকিত্সকের পরামর্শে অন্তত দু’সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে হৃতিককে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:   হৃত্বিক রোশন ফ্যানদের জন্য দুঃসংবাদ ৷ মহেঞ্জোদরোর শ্যুটিং-এ পায়ে গুরুতর চোট পেলেন তিনি ৷ মু্ম্বইয়ের নওগাঁওতে চলছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছবির একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং ৷ স্টান্ট করতে কোনও ‘ডামি’ নেননি নায়ক হৃতিক ৷ আর তাতেই ঘটে গেল বিপত্তি ৷ বেকায়দায় গুরুতর চোট লাগে হৃতিকের গোড়ালি এবং লিগামেন্টে। তাঁর দু’পায়ের লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । চিকিত্সকের পরামর্শে অন্তত দু’সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে হৃতিককে।
advertisement

শ্যুটিং-এ চোট পাওয়াটা হৃতিকের জন্য কোনও নতুন ঘটনা নয় ৷ ব্যাং-ব্যাং এবং ধুম-২ ছবির শ্যুটিংয়েও গুরুতর চোট পান হৃতিক ৷ ব্যাং-ব্যাং-এর সময় মাথায় অস্ত্রোপচারও করতে হয় তাঁকে ৷ ফের শ্যুটিংয়ের সময় চোট পাওয়ায় স্বভাবতই চিন্তায় হৃতিকের পরিবার ৷ এখন দেখার কবে আবার তিনি মহেঞ্জোদরোর সেটে ফিরতে পারেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিংয়ে গুরুতর চোট পেলেন হৃতিক