TRENDING:

‘সেটা বড় কথা নয় !’ কেমন করে তৈরি হলো এই সংলাপ, জানালেন রুদ্রনীল ঘোষ

Last Updated:

অভিনেতা রুদ্রনীল ঘোষ মানেই সিনেমার পর্দায় একেবারে বিন্দাসপনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনেতা রুদ্রনীল ঘোষ মানেই সিনেমার পর্দায় একেবারে বিন্দাসপনা ৷ তা সিরিয়াস কোনও চরিত্রে অভিনয় হোক কিংবা কমেডি ৷ সব ধরনের চরিত্রেই রুদ্রনীল মন জিতে নেন৷ তবে ‘লাভ এক্সপ্রেস’ ছবিতে এক মাতালের অভিনয়ে রুদ্রনীল মন কেড়ে নিয়েছিলেন, তাঁর সংলাপেও ! ‘সেটা বড় কথা নয়’ সংলাপ এখনও রুদ্রনীলের ফ্যানেদের অবিকল মুখস্থ ৷ তবে এই সংলাপ তৈরি হওয়ার পিছনে রয়েছে বড় গল্প ৷ ফেসবুক লাইভে এসে, রুদ্র জানালেন সে কথা....
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট ঘর থেকে বড় স্বপ্ন! মায়ের রান্না হাতিয়ার করে স্বনির্ভরতার পথে কুস্মিতা
আরও দেখুন

রুদ্র জানালেন, ‘চিত্রনাট্যকর এনকে সলিল আমাকে এসে বলেছিল তোকে এই চরিত্রটা করতেই হবে ৷ আমি প্রথমে রাজি ছিলাম না ৷ তবে চরিত্রটা খুব ইন্টেরেস্টিং হওয়ায় আমি রাজি হয়ে যাই ৷ তবে সেটা বড় কথা নয়, এই যে বার বার বলেছিলাম, তা আমার আইডিয়া... এনকে সলিল তাতে রাজি হয়ে যায় ৷ তারপর কাঞ্চনের সঙ্গে আমার এক দারুণ কেমেস্ট্রি রয়েছে ৷ যা কিনা দর্শকদের পছন্দও ৷ আর সেই জায়গা থেকেই কাঞ্চনের সঙ্গে একটা দৃশ্য তৈরি হয় ৷ সেটাও আমার লেখা ৷ দর্শকদের ধনব্যদ যে তাঁরা পছন্দ করেছেন আমাদের ৷ আমারও খুব প্রিয় চরিত্র ৷ আর তারপর দেখলাম, দর্শকদেরও খুব পছন্দ হয়েছে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সেটা বড় কথা নয় !’ কেমন করে তৈরি হলো এই সংলাপ, জানালেন রুদ্রনীল ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল