TRENDING:

'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত

Last Updated:

যেখানে এই ছবিটির বাজেট ছিল ১৬ কোটি টাকার, সেখানে সারা বিশ্ব থেকে প্রযোজনা সংস্থার ভাণ্ডারে ৪০৬.৭৫ কোটি টাকা এসেছে। কলাকুশলীদের কে নিয়েছেন কত টাকা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি। সপ্তাহের পর সপ্তাহ হইহই করে চলেছে দক্ষিণের ব্লকবাস্টার ছবি 'কানতারা'। ওটিটি-তেও ভিউয়ারশিপ বেশ নজরকাড়া। 'কেজিএফ: চ্যাপটার ২', '৭৭৭ চার্লি'র পর এই ছবিটিও কন্নড় ইন্ডাস্ট্রির মহিমা ফিরিয়ে এনেছে। দক্ষিণ থেকে বলিউডে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। ব্যবসা করেছে তুমুল।
advertisement

কিন্তু যত পরিমাণ লক্ষ্মীলাভ হয়েছে, তার তুলনায় কলাকুশলীদের পারিশ্রমিক বেশ নামমাত্র বলেই শোনা যাচ্ছে। ছবিটি ব্যবসা করেছে ৪০০ কোটির বেশি টাকা। কলাকুশলীদের কে নিয়েছেন কত টাকা? সংবাদমাধ্যম সূত্রে যা জানা গিয়েছে,

কিশোর- ডেপুটি রেঞ্জ ফরেস্ট অফিসার মুরালির ভূমিকায় অভিনয় করেছেন। মাত্র ১ কোটি টাকা নিয়েছেন তিনি।

আরও পড়ুন: 'আজ রাতে অনেকেরই ঘুম হবে না'! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

advertisement

প্রমোদ- সুধাকরার ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। এই ছবিটি ছাড়াও একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন তিনি। মাত্র ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রমোদ।

অচ্যূত কুমার- 'কেজিএফ: চ্যাপটার ২'-এও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। 'কানতারা'-তে খলনায়কের ভূমিকায় অভিনয় করে মাত্র ৪০ লক্ষ টাকা পেয়েছেন অভিনেতা।

সপ্তমী গৌডা- ফরেস্ট অফিসার এবং 'কানতারা'র নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে সপ্তমীকে। তা সত্ত্বেও ১ কোটি টাকার বেশি নয় তাঁর পারিশ্রমিক।

advertisement

আরও পড়ুন: ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন! প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঋষভ- ছবির নায়ক এবং পরিচালক। ছবির সাফল্যের পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন তিনি। যেখানে এই ছবিটির বাজেট ছিল ১৬ কোটি টাকার, সেখানে সারা বিশ্ব থেকে প্রযোজনা সংস্থার ভাণ্ডারে ৪০৬.৭৫ কোটি টাকা এসেছে, অথচ ঋষভকে দেওয়া হয়েছে মাত্র ৪ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল