TRENDING:

‘ধড়ক’-এ অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পেলেন জাহ্নবী-ইশান ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড এখন ‘ধড়ক-ময়’৷ গতকাল মুক্তি পেয়েছে শশাঙ্ক খৈতান পরিচালিত হিন্দি ছবি ‘ধড়ক’৷ বড় পরীক্ষা প্রথমদিনটা কোনওরকমে উতরে গিয়েছে জাহ্নবী ও ইশান ৷ ডেবিউ ছবিতেই একদিকে মায়ের সঙ্গে তুলনা শুরু হয়েছে জাহ্নবীর।
advertisement

অন্যদিকে, মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউড’-এ সুযোগ পাওয়ার পর মেনস্ট্রিম বলিউডে ঈশান কেমন পারফর্ম করলেন, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নতুন জুটিকে স্বাগত জানাচ্ছে বলিউড। কিন্তু অভিনয়ের খুঁটিনাটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে কোনও কোনও মহলে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে প্রথমদিনেই বক্সঅফিসে মোটের উপর ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে, বি-টাউনে আরও একটি বিষয় নিয়ে এর মধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে ৷ তা হল এই ‘ধড়ক’ ইশান ও জাহ্নবীর ডেবিউ ছবি ৷ আর এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তাঁরা? সেই তথ্য জানার জন্য কৌতুহল প্রচুর ৷ ‘ডেইলি হান্টের’একটি খবর থেকে জানা গিয়েছে জাহ্নবী এবং ইশান, দু’জনকেই এই ছবিতে অভিনয় করার জন্য ৬০ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ধড়ক’-এ অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পেলেন জাহ্নবী-ইশান ?