অন্যদিকে, মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউড’-এ সুযোগ পাওয়ার পর মেনস্ট্রিম বলিউডে ঈশান কেমন পারফর্ম করলেন, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নতুন জুটিকে স্বাগত জানাচ্ছে বলিউড। কিন্তু অভিনয়ের খুঁটিনাটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে কোনও কোনও মহলে।
তবে প্রথমদিনেই বক্সঅফিসে মোটের উপর ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে, বি-টাউনে আরও একটি বিষয় নিয়ে এর মধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে ৷ তা হল এই ‘ধড়ক’ ইশান ও জাহ্নবীর ডেবিউ ছবি ৷ আর এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তাঁরা? সেই তথ্য জানার জন্য কৌতুহল প্রচুর ৷ ‘ডেইলি হান্টের’একটি খবর থেকে জানা গিয়েছে জাহ্নবী এবং ইশান, দু’জনকেই এই ছবিতে অভিনয় করার জন্য ৬০ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 21, 2018 10:11 AM IST
