TRENDING:

Oscars 2021 Nominations: এবছর কারা কারা পাবেন অস্কার? প্রকাশিত বাছাইয়ের তালিকা...

Last Updated:

৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: এবছরের অস্কারের পুরস্কারের তালিকা সামনে এল৷ ৯৩ তম অস্কার অ্যাওয়ার্ডের সেই লিস্টে কে কে স্থান করতে পেরেছেন, সেটা জানা গেল এই তালিকা দেখে৷ দুর্ভাগ্যবশত এবার অস্কারের দৌড়ে বিদেশী ছবির তালিকায় নেই কোনও ভারতীয় ছবি৷ ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল৷ তার আগে ১৫ মার্চ অস্কারের দৌড়ে কারা কারা রয়েছে, তাদের নাম ঘোষণা করা হয়৷ ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷
advertisement

তালিকা ঘোষণার আগে প্রিয়াঙ্কা জানান এটাই সব থেকে মজার ওয়ার্ক ফ্রম হোম! সেই সঙ্গে তিনি ও নিক অস্কারের তালিকা ঘোষণার সময়সূচী জানান৷

সেরা ছবি-

দা ফাদার, জুডাস অ্যান্ড ব্ল্যাক মেসিহা, মাঙ্ক, মিনারি, প্রমিসিং ইয়ং ওমেন, সাউন্ড অফ মেটল, দা ট্রায়েল অব শিকাগো

advertisement

সেরা পরিচালক-

থমাস ভিন্টেবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিঞ্চার (মাঙ্ক), লি আইস্যাক চুং (মিনারি), ছোলে জাও (নোম্যাডল্যান্ড), এমারল্ড ফেনেল (প্রমিসিং ইয়ং ওমেন)

সেরা অভিনেতা-

রিজ আহমেদ ( সাউন্ড অব মেটল), ছাদওইক বোসম্যান ( মা রাইনিস ব্ল্যাক বটম), অ্যানথনি হপকিন (দা ফাদার), গ্যারি ওল্ডম্যান (মাঙ্ক), স্টিভেন ইউন (মিনারি)৷

সেরা অভিনেত্রী-

ভোয়লা ডেভিস (মা রাইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্র দে (দা ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভানিসা কিরবি (পাইসেস অব আ ওমেন), ফ্ল্যান্সেস ম্যাকডোর্ম্যান্ড (নোম্যাডল্যান্ড), ক্যারি মুলিইগান (প্রমিসিং উয়ং ওমেন)

advertisement

সেরা আন্তর্জাতিক ছবি-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), বেটার ডেজ (হংকং), কলেক্টিভ (রোমানিয়া), দা ম্যান হু শুড হ্যাস স্কিন (তুনিসিয়া), কো ভ্যাডিস আইডিসা (বসনিয়া অ্যান্ড হার্জেগোভানিয়া)

বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2021 Nominations: এবছর কারা কারা পাবেন অস্কার? প্রকাশিত বাছাইয়ের তালিকা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল