মনে নেই, গত বছরের মাঝামাঝি সোশ্যাল মিডিয়ায় তারকাদের ফ্যান ফলোয়িং নিয়ে কী তুলকালাম কাণ্ডটা-ই না হল! দেশের সাইবার ব্রাঞ্চ সাফ জানাল যে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas), দীপিকা পাড়ুকোনের মতো নায়িকা, যাঁদের সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িং মিলিয়ন ছাড়া কথা বলে না, তার বেশিরভাগটা-ই না কি ধাপ্পাবাজি! পয়সা দিয়ে নানা ফেক অ্যাকাউন্ট তৈরি করিয়ে ভিড় বাড়িয়েছেন নায়িকারা! জোনাস-গিন্নি এ সবে পাত্তা তেমন দেননি, কিন্তু সিং-ঘরণীর বোধ হয় ব্যাপারটা গায়ে লেগেছিল! ২০২১ সালের শুরুতেই নিজের ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন দীপিকা । আবার নতুন করে সবটা শুরু করেছিলেন । এমনকি মাদক মামলার গাঢ় কালি তাঁর গায়ে লেগেও যেন চলকে পড়ে গিয়েছে ।
advertisement
তাঁর মতো চৌখস, বুদ্ধিদীপ্ত, স্বপ্রতিভ, ব্যক্তিত্বময়ী, আকর্ষণীয় নায়িকা বলিপাড়ায় বেশ বিরল । ভক্তদের চমকে দিতে তাঁর জুড়ি মেলা ভার । যাই করেন সেটাই ভাইরাল । যাই করেন, সেটাই যেন চেনা ছকের বাইরে । সবসময় তিনি যেন হট কেক । এ বার চেনা গণ্ডীর বাইরে গিয়ে নতুন পথে হাঁটলেন দীপিকা । বলি তারকারা সিনেমার পাশাপাশি কেউ খুলেছেন ইন্টেরিয়র ডিজাইনিং স্টুডিও, কারও আছে ফ্যাশন ব্র্যান্ড, কারও রেস্তোরাঁ, কেউ খুলেছেন প্রযোজনা সংস্থা । দীপিকা পাড়ুকোন লঞ্চ করলেন তাঁর নিজস্ব ওয়েবসাইট ।
৩৫ বছরের নায়িকা গতকাল, বৃহস্পতিবার লঞ্চ করেন ওয়েবসাইটটি । তাঁর নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বলে ব্যখা করেন নিজের ওয়েবসাইটের । ওয়েবসাইটে রয়েছে একটি বায়োগ্রাফি সেকশন । সেখানেই দীপিকাকে নিয়ে লিখেছেন স্বামী রণবীর সিং । ‘‘দীপিকা অসাধারণ একজন মানুষ যাঁকে আমার জীবনে আমি প্রত্যক্ষ করেছি । শুধুমাত্র আমার স্ত্রী বলে আমি এ কথা বলছি না.....কখনও কখনও আমি থেমে যাই, আর ওঁকে শুধু সম্মান করি ।’’ এ ভাবেই নিজের লেখার প্রতিটি ছত্রে দীপিকার প্রতি শ্রদ্ধা, ভালবাসা, মুগ্ধতা প্রকাশ করেছেন রণবীর ।
রণবীর ছাড়াও লিখেছেন দীপিকার প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’-এর পরিচালক ফারহা খান । লিখেছেন পরিচালক কবীর খান থেকে শুরু করে ডিজাইনার সব্যসাচী চক্রবর্তী । রণবীর-দীপিকার পরবর্তী সিনেমা ‘৮৩’-এর পরিচালক কবীর । আর দীপিকার বিয়ের পোশাক থেকে শুরু করে বেশিরভাগ ফোটোশ্যুট, পার্টিতেই চোখ বন্ধ করে সব্যসাচীর উপর নির্ভর করেন দীপিকা ।
বায়োগ্রাফির পাশাপাশি দীপিকার বিভিন্ন সাক্ষাৎকার, সিনেমা, ফোটোশ্যুট, পোশাক ও অ্যাকসেসারিজের সম্ভার সবই রয়েছে এই ওয়েবসাইটে । ইচ্ছা করলে একবার ঢুঁ মারতেই পারেন https://www.deepikapadukone.com/ -এর পাতায় ।
