২০১৬-তে চোখের সামনে সিনেমার আকারে জ্যান্ত হয়ে উঠেছিল ‘জঙ্গল বুক’ ৷ রুডওয়ার্ড কিপলিংয়ের লেখা ছেলেবেলার সেই ফিকশন আরও একবার আসতে চলেছে ৭৫ মিলি মিটারে ৷
আরও পড়ুন: সব কাজ ক্যানসেল, অবশেষে হানিমুনে যাচ্ছেন সোনম-আনন্দ
সম্প্রতি মুক্তি পেল ‘মোগলি’র ট্রেলার ৷ কয়েক মিনিটের সেই ট্রেলার ইতিমধ্যেই মন কেড়েছে সিনেপ্রেমীদের ৷ ‘মোগলি’ পরিচালনা করছেন অ্যান্ডি সের্কিস ৷ বালুর চরিত্রটিও করেছেন অ্যান্ডি ৷ নতুন এই ছবিতে কিন্তু আগের ‘জঙ্গল বুক’-এর তুলনায় আরও বেশি করে এসেছে মনুষ্য সমাজের কথা ৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফ্রিডা পিন্টো ৷ আর প্রধান ভূমিকায় দেখা যাবে রোহন চাঁদকে ৷
advertisement
শুটিংয়ের আগে অনেকটা সময় দক্ষিণ আফ্রিকার জঙ্গলে কাটিয়েছে রোহন ৷ যদিও পুরো সিনেমার শুটিংই হয়েছে ক্যালিফোর্নিয়ার স্টুডিওতে ৷
বাগিরার গলা দিয়েছেন ক্রিস্টিয়ান ব্যালে ৷ কেট ব্ল্যানচেটকে পাওয়া যাবে কা-র গলায় ৷ বেনেডিক্ট কুম্বারব্যাচ থাকবেন শের খানের ভূমিকায় ৷ আকিলার গলায় থাকছেন পিটার মুলান ৷
