সব কাজ ক্যানসেল, অবশেষে হানিমুনে যাচ্ছেন সোনম-আনন্দ

Last Updated:

নিন্দুকেরা ভেবেছিল জমজমাট করে বিয়ে করার পর, সোনম যেভাবে নিজের নতুন ছবি ‘ভিরা দি ওয়েডিং’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে বিয়ের এক মাসের মধ্যেই হয়তো আনন্দের সঙ্গে অশান্তি লাগবে ৷

#মুম্বই: নিন্দুকেরা ভেবেছিল জমজমাট করে বিয়ে করার পর, সোনম যেভাবে নিজের নতুন ছবি ‘ভিরা দি ওয়েডিং’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে বিয়ের এক মাসের মধ্যেই হয়তো আনন্দের সঙ্গে অশান্তি লাগবে ৷ নিন্দুকেরা তো রীতিমতো গুঞ্জন শুরুও করেছিলেন আনন্দ আহুজার মুম্বইয়ে একা কাটানো নিয়ে ৷ তবে কান চলচ্চিত্র থেকে ফিরে এসে সোনম সেই গুঞ্জনে দিয়েছেন ইতি ৷ অবেশেষে জানা গিয়েছে, আনন্দকে নিয়ে গ্রিসে হানিমুনে যাচ্ছেন সোনম ৷
advertisement
বিয়ে হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে ৷ রিশেপসনের পরেই সোনম উড়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে ৷ আনন্দের সঙ্গে সময় কাটানোর প্রায় সুযোগই ঘটেনি সোনমের ৷ অন্যদিকে, আনন্দ মুম্বইয়ে সংসার পাতার জন্য বাড়ি খুঁজে যাচ্ছিলেন ৷ এমনকী, অনিল কাপুর তাঁকে ঘর জামাই হওয়ার অফারও দেন ৷ তবে আপাপত সব ব্যস্ততায় ইতি ৷ ইনস্টাগ্রামে সোনম ইঙ্গিত দিলেন, এবার তাঁরা হানিমুনের জন্য একেবারে তৈরি ৷ গ্রিসেই মধুচন্দ্রিমায় মাততে চলেছেন সোনম ও আনন্দ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব কাজ ক্যানসেল, অবশেষে হানিমুনে যাচ্ছেন সোনম-আনন্দ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement