সব কাজ ক্যানসেল, অবশেষে হানিমুনে যাচ্ছেন সোনম-আনন্দ
Last Updated:
নিন্দুকেরা ভেবেছিল জমজমাট করে বিয়ে করার পর, সোনম যেভাবে নিজের নতুন ছবি ‘ভিরা দি ওয়েডিং’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে বিয়ের এক মাসের মধ্যেই হয়তো আনন্দের সঙ্গে অশান্তি লাগবে ৷
#মুম্বই: নিন্দুকেরা ভেবেছিল জমজমাট করে বিয়ে করার পর, সোনম যেভাবে নিজের নতুন ছবি ‘ভিরা দি ওয়েডিং’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে বিয়ের এক মাসের মধ্যেই হয়তো আনন্দের সঙ্গে অশান্তি লাগবে ৷ নিন্দুকেরা তো রীতিমতো গুঞ্জন শুরুও করেছিলেন আনন্দ আহুজার মুম্বইয়ে একা কাটানো নিয়ে ৷ তবে কান চলচ্চিত্র থেকে ফিরে এসে সোনম সেই গুঞ্জনে দিয়েছেন ইতি ৷ অবেশেষে জানা গিয়েছে, আনন্দকে নিয়ে গ্রিসে হানিমুনে যাচ্ছেন সোনম ৷
advertisement
বিয়ে হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে ৷ রিশেপসনের পরেই সোনম উড়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে ৷ আনন্দের সঙ্গে সময় কাটানোর প্রায় সুযোগই ঘটেনি সোনমের ৷ অন্যদিকে, আনন্দ মুম্বইয়ে সংসার পাতার জন্য বাড়ি খুঁজে যাচ্ছিলেন ৷ এমনকী, অনিল কাপুর তাঁকে ঘর জামাই হওয়ার অফারও দেন ৷ তবে আপাপত সব ব্যস্ততায় ইতি ৷ ইনস্টাগ্রামে সোনম ইঙ্গিত দিলেন, এবার তাঁরা হানিমুনের জন্য একেবারে তৈরি ৷ গ্রিসেই মধুচন্দ্রিমায় মাততে চলেছেন সোনম ও আনন্দ ৷
view commentsLocation :
First Published :
May 22, 2018 1:52 PM IST