ছবি শেয়ার করে আফশান লিখেছেন, 'সিক্রেটটা সবাইকে জানাচ্ছি- আমি মা হতে চলেছি! আল্লাকে ধন্যবাদ জানাই আমাদের এত বড় আশীর্বাদ দেওয়ার জন্য। বেবি কাজি এবছরের জুলাইতে আসছে। আমাদের দুজনের হৃদয়ই ভালোবাসা, উচ্ছ্বাস ও আতঙ্কে ভরপুর। আমাদের সবাই আশীর্বাদ করুন।' একটি ছাইরঙা পোশাকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছেন। তাঁর সহ-অভিনেত্রী স্কারলেট হেফনার ও ইভানা লিঞ্চ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
বন্ধুরা তাঁকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই খবর পেয়ে তারও জবাবে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বেবি কাজিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।' ছবিগুলিতে আফশানের মুখের হাসিই বলে দিচ্ছে তাঁর মনের আনন্দের কথা।
আফশান আজাদকে প্রথম দেখা গিয়েছিল, ২০০৫-এ হ্যারি পটারের চতুর্থ সিরিজ হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার ছবিতে। এর পর হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফোয়েনিক্সে দেখা গিয়ছিল তাঁকে। পদ্মা পাটিলের বোনের চরিত্রে দেখা গিয়েছিল ব্রিটিশ অভিনেত্রী শেফালি চৌধুরীকে।
