TRENDING:

গোল্ডেন গ্লোবের মঞ্চেও #MeToo, তারকারা পরলেন কালো পোশাক !

Last Updated:

সকলেরই পোশাক কালো। আর এটাই তো হওয়ার কথা ছিল। হলিউড তারকারা ঠিকই করেছিলেন সেক্স স্ক্যান্ডালের প্রতিবাদে কালো পোশাক পড়ে তাঁরা রেড কার্পেটে হাঁটবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: সকলেরই পোশাক কালো। আর এটাই তো হওয়ার কথা ছিল। হলিউড তারকারা ঠিকই করেছিলেন সেক্স স্ক্যান্ডালের প্রতিবাদে কালো পোশাক পড়ে তাঁরা রেড কার্পেটে হাঁটবেন। সেটাই হল। ব্রেভারলি হিটলনে সকলেই এলেন কালো পোশাকে। তবে পুরস্কার বিতরনিতে চমক কম হল না। থ্রি বিলবোর্ড আউটসাইড মিসোউরি পেল সেরা ছবির পুরস্কার। ড্রামা বিভাগে সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান। সেরা পরিচালক গুলেরমো ডেল টরো।
advertisement

তা বলার অপেক্ষা রাখে না। আর গোল্ডেন গ্লোবে পুরস্কার পাওয়া মানেই যে অস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া।

ফ্যাশন ডিজাইনারা হিমসিম খেয়ে গিয়েছিলেন। এত কালো পোশাকের জোগান দেওয়া তো আর চাট্টিখানি কথা হয়। কিন্তু হলিউড তারকারা ছিলেন এককাট্টা। কালো পোশাক ছাড়া কোনভাবেই গোল্ডেন গ্লোবস পুরস্কারের মঞ্চে পা রাখবেন না তাঁরা। সেই মতো বেভারলি হিলটন হোটেলে একে একে তারকারা পা দিলেন। সকলেই পড়ে এসেছিলেন কালো পোশাক।

advertisement

স্টিভেন স্পিলবার্গ থেকে পেনেলোপ ক্রুজ। ডাকোটা জনসন থেকে ক্রিস হেমসওয়ার্থ কাকে ছেড়ে কাকে ধরবেন। হলিউডের তাবর তারাকরা কিন্তু মঞ্চ আলো করে ছিলেন পুরস্কারের রেড কার্পেটে। কালো পোশাকে গ্ল্যামার যে বিন্দুমাত্র কমেনি। তা বলাই যায়।

পুরস্কার দেওয়ার পালা শুরু হলেই চমক অপেক্ষা করে ছিল। ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিল থ্রি বিলবোর্ড আউটসাইড মিসোউরি। এই ছবির জন্যই সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন ফ্রান্সেস ম্যাকডরমট।

advertisement

ড্রামা বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হলেন গ্যারি ওল্ডম্যান। ডার্কেস্ট আওয়ার ছবিতে দমদার পারফরম্যান্সের জন্যই গোল্ডেন গ্লোব উঠল তাঁর হাতে। কমেডি বিভাগে সেরা অভিনেতা দ্য ডিজাস্টার আর্টিস্টের জন্য জেমস ফ্রাঙ্কো।

কমেডি বিভাগে সেরা সেরা অভিনেত্রীর শিরোপা উঠল সরসি রোনানের হাতে। লেডি বার্ডে অসাধারণ অভিনয়ের জন্য বিচারকদের সেকেন্ড কোনও চয়েস ছিল না। লিমিটেড টিভি সিরিজ বিভাগে সেরা নিকোল কিডম্যান।বিগ লিটল লাইসের জন্য পেলেন পুরস্কার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিবাদ আনন্দ আর সমারোহ এই তিনে মিলে গোল্ডেন গ্লোব যে জমজমাট হল, তা বলার অপেক্ষা রাখে না। আর গোল্ডেন গ্লোবে পুরস্কার পাওয়া মানেই যে অস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া।

বাংলা খবর/ খবর/বিনোদন/
গোল্ডেন গ্লোবের মঞ্চেও #MeToo, তারকারা পরলেন কালো পোশাক !