নিছক একটি স্টোরিকে ঘিরেই এত জল্পনা! কী এমন লিখেছিলেন হিনা?
দিন কয়েক আগে হিনার দেওয়া সেই স্টোরিতে লেখা ছিল, 'চোখ বুজে বিশ্বাস করে ঠকে গিয়েছ। কিন্তু সেই ভুলের জন্য নিজেকে ক্ষমা করে দাও। অনেক সময়ে নির্মল হৃদয় খারাপ জিনিসগুলির আঁচ পায় না।'
এখানেই শেষ নয়। ইনস্টাগ্রামে আরও একটি স্টোরি দিয়েছেন হিনা। সেখানেও ফের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত। তিনি লেখেন, 'ঠকে যাওয়াই এমন এক সত্য যা সারা জীবন সঙ্গে থেকে যাবে।'
advertisement
আরও পড়ুন: গোঁয়ার্তুমি করে মেয়েকে ‘ডিপ কোমায়’ পাঠাল! চিকিৎসককে নিয়ে বিস্ফোরক ঐন্দ্রিলার মা
আরও পড়ুন: কেমন আছে ঐন্দ্রিলার দুই পোষ্য বোজো-তোজো? জানালেন প্রয়াত নায়িকার মা
সাম্প্রতিক কালের দু'টি স্টোরিতেই ঠকে যাওয়ার আভাস স্পষ্ট। তবে কি ভালবাসার মানুষের থেকেই কোনও আঘাত পেলেন হিনা? অভিনেত্রীর ঘনিষ্ঠমহলে আপাতত এমনই প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে।
রকির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন হিনা। প্রেম নিয়ে রাখঢাক করেননি কখনওই। হিনা-রকির রূপকথায় কি সত্যিই ইতি পড়ল? তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তাঁরা।