TRENDING:

শেষ হইয়াও হইল না শেষ, 'মন ফাগুন', 'উমা'য় এখনও মন পড়ে দর্শকের, TRP তালিকায় চমক

Last Updated:

দ্বিতীয় স্থানেও জি বাংলারই আর একটা ধারাবাহিক, 'গৌরী এল'। এই সপ্তাহে টিআরপি তালিকায় জি বাংলার জয় জয়কার। একইসঙ্গে সেরা দশে রয়েছে এই চ্যানেলেরই দু'টি রিয়্যালিটি শো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন খারাপের সপ্তাহ। এক এক করে বাংলা ধারাবাহিক থেকে নাম সরিয়ে নিল কয়েকটি ধারাবাহিক। 'উমা', 'মন ফাগুন', 'খড়কুটো', 'আয় তবে সহচরী'। কিন্তু তার পরেও সপ্তাহের শেষে টিআরপি TRP তালিকা দেখলে বোঝা যাবে, মানুষ কিন্তু তাদের ভোলেননি। সেরা দশে জ্বলজ্বল করছে 'উমা', 'মন ফাগুন'-এর মতো ধারাবাহিকগুলি। যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থান দখল করে রয়েছে এরা।
advertisement

তবে ওমি আগরওয়ালকে খুন, সিদ্ধার্থের জামিন, তার পরে মোদক পরিবারের আনন্দ উৎসব থেকে এখনও মন সরাতে পারেননি বাংলার দর্শক। তাই আবারও সেরার স্থানে বসানো হয়েছে 'মিঠাই'কে।

আরও পড়ুন: আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি

দ্বিতীয় স্থানেও জি বাংলারই আর একটা ধারাবাহিক, 'গৌরী এল'। এই সপ্তাহে টিআরপি তালিকায় জি বাংলার জয় জয়কার। একইসঙ্গে সেরা দশে রয়েছে এই চ্যানেলেরই দু'টি রিয়্যালিটি শো। 'সারেগামাপা' এবং 'দিদি নম্বর ওয়ান'।

advertisement

আরও পড়ুন: বড় চমক TRP-তে! ফের শীর্ষে 'মিঠাই', মধুচন্দ্রিমায় গিয়ে 'গাঁটছড়া'-ও কিন্তু জোড় টক্কর দিল দৌড়ে

রইল বাকি তালিকা---

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম স্থান মিঠাই
দ্বিতীয় স্থান গৌরী এল
তৃতীয় স্থান আলতা ফড়িং
চতুর্থ স্থান গাঁটছড়া
পঞ্চম স্থান লক্ষ্মী কাকিমা সুপারস্টার
ষষ্ঠ স্থান ধুলোকণা
সপ্তম স্থান উমা
অষ্টম স্থান মন ফাগুন, অনুরাগের ছোঁয়া
নবম স্থান সারেগামাপা
দশম স্থান দিদি নম্বর ওয়ান

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষ হইয়াও হইল না শেষ, 'মন ফাগুন', 'উমা'য় এখনও মন পড়ে দর্শকের, TRP তালিকায় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল