প্রসঙ্গত প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ধর্মেন্দ্রর চার সন্তান৷ তাঁদের দুই ছেলে সানি এবং ববি বলিউডে অভিনয় করেছেন৷ দুই মেয়ে বিজেতা এবং অজিয়েতা অবশ্য অভিনয়ের দুনিয়া থেকে দূরেই থেকেছেন বরাবর৷ আটেরক দশকে টিনসেল টাউন উত্তাল হয়ে ওঠে ধর্মেন্দ্র-হেমার বিয়ের গুঞ্জনে৷ শোনা যায়, প্রথম স্ত্রী প্রকাশকে ডিভোর্স না করেই ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন সুপারস্টার হেমা মালিনীকে৷ সম্পর্ক নিয়ে বিশেষ মুখ না খুললেও হেমা বলেছেন তাঁদের বিয়ের চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বিবাহ৷
advertisement
তবে ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা৷ ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যে মুহূর্তে আমি ধর্মেন্দ্রজীকে দেখি, বুঝতে পেরেছিলাম ইনিই আমার মনের মানুষ৷ আমি তাঁর সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম৷ তবে একইসঙ্গে নিশ্চিত করেছিলাম আমাদের বিয়ে যেন কাউকে আহত না করে৷ ওঁর প্রথম স্ত্রী এবং সন্তানরা কোনওদিন তাঁদের জীবনে আমার অনুপ্রবেশ অনুভব করেননি৷ আমি তাঁকে বিয়ে করেছি ঠিকই৷ কিন্তু তাঁর পরিবারের কাছ থেকে আমি কোনওদিন ধর্মেন্দ্রজীকে সরিয়ে নিইনি৷’’ প্রসঙ্গত ধর্মেন্দ্রর প্রথম পক্ষের সন্তান ববি দেওলের মতো হেমার মেয়ে এষার বলিউড-অভিযানও মসৃণ ও দীর্ঘ হয়নি৷