TRENDING:

Harshaali Malhotra CBSE Result: ‘তুমি কি আদৌ স্কুলে যাও?’...নিন্দুকদের ‘ধন্যবাদ’ দিয়ে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট জানাল হর্ষালী! কত পেল মুন্নি, জানুন

Last Updated:

Harshaali Malhotra CBSE Result: দর্শকদের মনের মণিকোঠায় থাকা মুন্নি ওরফে হর্ষালী মালহোত্রা জানিয়েছে ক্লাস টেনের চূড়ান্ত পরীক্ষায় তার ফল। তবে রেজাল্ট জানানোর পাশাপাশি একটু খোঁচাও দিতে ছাড়েনি সলমন খানের সহ-শিশুশিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ‘বজরঙ্গী ভাইজান’-এর মু্ন্নি এখন কিশোরী। এ বছর দশম শ্রেণীর গণ্ডিও পেরিয়ে গেল সে। দর্শকদের মনের মণিকোঠায় থাকা মুন্নি ওরফে হর্ষালী মালহোত্রা জানিয়েছে ক্লাস টেনের চূড়ান্ত পরীক্ষায় তার ফল। তবে রেজাল্ট জানানোর পাশাপাশি একটু খোঁচাও দিতে ছাড়েনি সলমন খানের সহ-শিশুশিল্পী। একটা ভিডিও পোস্ট করে সে তার তীব্র সমালোচকদের ধন্যবাদ জানিয়েছে। তার পর বলেছে দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছে।
‘বজরঙ্গী ভাইজান’-এর মু্ন্নি এখন কিশোরী
‘বজরঙ্গী ভাইজান’-এর মু্ন্নি এখন কিশোরী
advertisement

‘তুমি কি আদৌ স্কুলে যাও?’ ‘তুমি ক্লাস টেনে পড়ো। ভাল করে না পড়লে ফেল করবে।’ ‘যদি কত্থক অনুশীলন চালিয়ে যাও, তাহলে ফেল করবে।’ ‘তুমি শুধু ইনস্টাগ্রাম রিলসই করো, নাকি লেখাপড়াও করো’? এই প্রশ্নগুলি উল্লেখ করে হর্ষালীর জবাব, ‘এই প্রশ্নগুলি করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসই বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’

advertisement

পোস্টের ক্যাপশনে হর্ষালী লিখেছেন, ‘নাচের মুদ্রা নিখুঁত করা থেকে পড়াশোনায় ভাল করা-আমি কত্থক, অভিনয় এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পেরেছি। এবং রেজাল্ট? চমকে দেওয়ার মতো ৮৩ শতাংশ নম্বর! কে বলেছে একইসঙ্গে রিলস এবং রিয়েল দুনিয়ায় পা রাখা যায় না? যাঁরা আমাকে ভরসা করে পাশে ছিলেন তাঁদের হৃদয় থেকে উঠে আসা ধন্যবাদ জানালাম।’ এর পরই ভিডিওতে আসে তার ভাইরাল লাইন, ‘এবং আমি আমার সব হেটার্সকে ধন্যবাদ জানাতে চাই।’

advertisement

আরও পড়ুন : দেখো রে নয়ন মেলে অভিনবের অভিনয়! কিন্তু কতটা জমল ফেলু মিত্তিরের মগজাস্ত্রের অভিযান?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাত্র ৭ বছর বয়সে কবীর খানের পরিচালনায় ‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করেন হর্ষালী। স্ক্রিন শেয়ার করেন সলমন খান, করিনা কাপুর এবং নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে। ২০১৫ সালে ব্লকবাস্টার ছবি ছিল এটি। ছবির মুক্তির পর হর্ষালী সংবাদসংস্থাকে বলেছিল, ‘‘আমি অভিনয় করতে এবং গান করতে ভালবাসি। বড় হয়ে সলমন আঙ্কলের মতো তারকা হতে চাই।’’ সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও দারুণ জনপ্রিয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Harshaali Malhotra CBSE Result: ‘তুমি কি আদৌ স্কুলে যাও?’...নিন্দুকদের ‘ধন্যবাদ’ দিয়ে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট জানাল হর্ষালী! কত পেল মুন্নি, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল