গত বছর মার্চে সাতপাক ঘুরেছিলেন হরমন এবং সাশা। ভালবেসে বিয়ে করছিলেন তাঁরা। অভিনেতার স্ত্রী পেশায় একজন নিউট্রিশন হেলথ কোচ। আপাতত নতুন অতিথিকে নিয়ে দিন কাটছে তাঁদের।
আরও পড়ুন: TRP-তে বড় চমক! ফের জগদ্ধাত্রীর জয়জয়কার! প্রথম সপ্তাহেই বাজিমাত এই সিরিয়ালের
আরও পড়ুন: শাশুড়ি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন বৌমার, দ্বিতীয় বিয়ে ফড়িংয়ের, ব্যাঙ্কবাবু কোথায়
advertisement
২০০৮ সালে বলিউডে হাতেখড়ি হয় হরমনের। ছবির নাম 'লাভ স্টোরি ২০৫০'। বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম ছবির থেকেই সহকর্মীর প্রেমে পড়েন হরমন। সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। অভিনয়ের ক্ষেত্রেও বিশেষ সাফল্যের মুখ দেখেননি অভিনেতা। ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়েও ছাপ ফেলতে পারেননি দর্শক-মনে। তার পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
২০১৬ সালে বলিউডে ফেরেন হরমন। কিন্তু তখনও অধরা থেকে যায় সাফল্য। আপাতত অন্যান্য কাজ এবং পরিবারকে নিয়ে তিনি ব্যস্ত।