সেজে উঠছে জলন্ধর। বৃহস্পতিবার পঞ্জাবি মতে, বান্ধবী গীতা বসরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন ভারতীয় স্পিনার। লন্ডন থেকে এসেছেন গীতার বাবা-মা, আত্মীয়রা। ইতিমধ্যেই রীতি মেনেই গত দু’দিন জলন্ধরে হয়েছে মেহেন্দি এবং সঙ্গীত। স্থানীয় কার্বন ক্লাবে গত মঙ্গলবার এবং বুধবার বেশ হুল্লোড় করেই কাটিয়েছেন সিং এবং বসরা পরিবার । এখানেই হয়েছে ভাজ্জি-গীতার বিয়ের আগের অনুষ্ঠানগুলি। মঙ্গলবার সঙ্গীতের জমকালো অনুষ্ঠান গানে-নাচে জমিয়ে দিয়েছিলেন বন্ধু মিকা সিং ও গুরদাস মান। বিশেষ নাচের জন্য মুম্বই থেকে এসেছেন কোরিওগ্রাফার বৈভবি মার্চেন্ট। বিয়ে মানেই খাওয়া-দাওয়া। আর পঞ্জাবি বিয়ে হলে তো কথাই নেই। কী থাকছে হরভজন আর গীতা বসরার বিয়ের প্নেটে ? আমিষ-নিরামিষ মিশিয়ে থাকবে ১৫০টির বেশি পদ। বলাই বাহুল্য, বিশেষ গুরুত্ব পাবে পঞ্জাবি খানা। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড থেকে এসেছেন রাঁধুনিরা। বিয়েতে ভাজ্জির পরনে থাকবে চিরাচরিত পাগড়ি। গুরুদ্বারের বিশেষ প্রার্থনার সময় ভাজ্জি পরবেন অফ-ওয়াইট রঙের শেরওয়ানি। বিয়ের সময় পরনে থাকবে চুড়িদারের সঙ্গে আচকন। কনে পরবেন লাল-হলুদ লেহেঙ্গা, সঙ্গে নাকে প্ল্যাটিনামের নথ, মাথায় হিরের টিকলি। বৃহস্পতিবার জলন্ধরের বিয়ের অনুষ্ঠানের পর পয়লা নভেম্বর দিল্লির তাজ হোটেলে রিসেপশন পার্টি। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর-সহ গোটা ভারতীয় ক্রিকেট এবং বলিউডের তারকারা।
advertisement