সকলের মধ্যে জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ নিজেদের একটি ছবি পোস্ট করে জিতুকে ট্যাগ করে হ্যাপি বার্থডে টিউন লাগিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন অভিনেতা৷ জিতু ধন্যবাদ জানিয়ে হাসি মুখের ভালবাসার ইমোজি শেয়ার করেছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
হামেশাই খবরের শিরোনামে থাকেন জিতু কমল ৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু৷ অন্যদিকে নবনীতার সঙ্গে দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে একাধিক মন্তব্য ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা৷ অনেকেই মনে করেন তাঁদের এই বিচ্ছেদের পিছনে রয়েছে কোনও তৃতীয় ব্যক্তি৷
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল
তারপর ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না৷ অভিনেত্রী এটাও বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷ স্বামী-স্ত্রী হিসেবে বোঝাপড়া না হলেও বন্ধু হিসেবে সারাজীবন একে অপরের পাশে থাকবেন বলে জানান নবনীতা৷ অভিনেত্রীর এই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ তবে বারবার যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে, এমনটা যেন আর না হয় সেই আর্জি জানিয়েছেন নবনীতা৷