TRENDING:

Happy Birthday Jeetu Kamal: জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ভালবাসায় ভরিয়ে কী বললেন অভিনেতা, নিমেষে ভাইরাল পোস্ট

Last Updated:

Happy Birthday Jeetu Kamal: জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ জিতু ধন্যবাদ জানিয়ে হাসি মুখের ভালবাসার ইমোজি শেয়ার করেছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউড অভিনেতা জিতু কমলের আজ জন্মদিন৷ ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ তবে সকলের মধ্যে যার পোস্ট নিয়ে চর্চা চলছে,তাঁর কাছ থেকে এখন পর্যন্ত শুভেচ্ছাবার্তা এল না৷ অনেকেই আশা করেছিলেন, আইনত বিবাহ বিচ্ছেদ যেহেতু এখনও হয়নি তাই হয়তো নবনীতা জন্মদিনে শুভেচ্ছা জানাবেন৷ বরং সেই আশায় জল ঢেলেছেন নায়িকা৷ নিজের মতো করে সময় কাটাতেই তিনি ব্যস্ত রয়েছেন৷
advertisement

সকলের মধ্যে জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ নিজেদের একটি ছবি পোস্ট করে জিতুকে ট্যাগ করে হ্যাপি বার্থডে টিউন লাগিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন অভিনেতা৷ জিতু ধন্যবাদ জানিয়ে হাসি মুখের ভালবাসার ইমোজি শেয়ার করেছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

advertisement

হামেশাই খবরের শিরোনামে থাকেন জিতু কমল ৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু৷ অন্যদিকে নবনীতার সঙ্গে দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে একাধিক মন্তব্য ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা৷ অনেকেই মনে করেন তাঁদের এই বিচ্ছেদের পিছনে রয়েছে কোনও তৃতীয় ব্যক্তি৷

advertisement

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

তারপর ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না৷ অভিনেত্রী এটাও বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷ স্বামী-স্ত্রী হিসেবে বোঝাপড়া না হলেও বন্ধু হিসেবে সারাজীবন একে অপরের পাশে থাকবেন বলে জানান নবনীতা৷ অভিনেত্রীর এই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ তবে বারবার যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে, এমনটা যেন আর না হয় সেই আর্জি জানিয়েছেন নবনীতা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Jeetu Kamal: জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ভালবাসায় ভরিয়ে কী বললেন অভিনেতা, নিমেষে ভাইরাল পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল