TRENDING:

Happy Birthday Aindrila Sharma: দ্বিতীয়বার ক্যানসার জয়ের পর অভিনেত্রী ঐন্দ্রিলার প্রথম জন্মদিন, আবেগঘন প্রেমিক সব্যসাচী

Last Updated:

দাঁতে দাঁত চেপে ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’ মন্ত্র জপতে জপতে লড়েছেন সব্যসাচী এবং অবশেষে ক্যানসার-জয়ী ঐন্দ্রিলা। চিকিৎসকেরা জানিয়েছেন, কর্কট রোগের আর কোনও কোষ ওর শরীরে অবশিষ্ট নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একমুখ মিষ্টি হাসি, পরণে উজ্জ্বল হলুদ রঙের পোশাক... ঠিক যেন খিলখিলিয়ে হেসে উঠেছে সূর্যমুখী ফুল! সামনে টেবিলে রাখা দুটো কেক! 'বার্থডে গার্ল' (Birthday Girl) অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা অপেক্ষা করছেন কখন ছবি তোলা শেষ হবে আর তিনি কেক কাটবেন ( Happy Birthday Aindrila Sharma)! প্রিয় মানুষের জন্মদিনের এই সুন্দর ছবি পোস্ট করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)!
advertisement

সব্যসাচীর ভাষায়, '' উনি সন্ধ্যে থেকে সেজেগুজে বসে থাকেন মাঝরাতে জন্মদিন পালন করবেন বলে। বারোটা বাজার আগে নিজেই কেক নিয়ে বসে সবাইকে ডাকাডাকি করেন। আমি ভুলে যাই বলে এক সপ্তাহ আগে থেকে মনে করাতে থাকেন যে ওনার জন্মদিন আসছে।

ছোটবেলায় বাংলা ব্যাকরণে ‘জিজীবিষা’ শব্দটা পড়েছিলাম। তবে তার প্রকৃত অর্থ আমি জেনেছি ওনাকে দেখে।

advertisement

শুভ জন্মদিন।''

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গতবছরের ফেব্রুয়ারি মাস থেকে বদলে গিয়েছিল হাসিখুশি, প্রাণবন্ত ঐন্দ্রিলার জীবন! সেই সময় সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন তিনি। বায়োপসি রিপোর্ট থেকে জানা যায়, ৫ বছর পর দ্বিতীয়বারের জন্য ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে। ঐন্দ্রিলার ডানদিকের ফুসফুসে টিউমার ধরা পড়েছে যা ম্যালিগন্যান্ট। ঐন্দ্রিলা এর আগে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হন ২০১৫ সালে। প্রায় দেড় বছরের লড়াই পেরিয়ে ক্যানসার জয়ী হন ঐন্দ্রিলা। ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের পর গতবার ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু ফের একবার ফিরে এল মারণ রোগ! শুরু হল দীর্ঘ লড়াই, বড় কঠিন সে লড়াই! প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ -এর 'বামদেব'! দাঁতে দাঁত চেপে ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’ মন্ত্র জপতে জপতে লড়েছেন তিনি এবং অবশেষে ক্যানসার-জয়ী ঐন্দ্রিলা। চিকিৎসকেরা জানিয়েছেন, কর্কট রোগের আর কোনও কোষ ওর শরীরে অবশিষ্ট নেই। এই মুহূর্তে ঐন্দ্রিলা সুস্থ এবং বিপদমুক্ত। গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত কেমোথেরাপি চলে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Aindrila Sharma: দ্বিতীয়বার ক্যানসার জয়ের পর অভিনেত্রী ঐন্দ্রিলার প্রথম জন্মদিন, আবেগঘন প্রেমিক সব্যসাচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল