এদিন হেয়ার ড্রেসার গিল্ডের সদস্যদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘আইন আইনের মতো চলবে। আমরা ফেডারেশনের যে অভিযোগ পেয়েছি সেই মতো সুরক্ষা বন্ধু কাজ করছে। ওই কেশসজ্জা শিল্পীকে কখনওই সেভাবে সাসপেন্ড করা হয়নি। তিনি কাজ পেয়েছেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে, আইনি পথে আমরাও এগোবো।’
তড়িঘড়ি শিল্পীকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। প্রাণে বেঁচে যান তিনি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর হাত ধরেই তাঁর ইন্ডাস্ট্রিতে আসা। তাই সুদীপ্তা নিজে ফেসবুক পোস্টে আত্মগ্লানির কথা জানিয়ে আফসোস করেন। তাঁর কথায়, “সন্ধেবেলা ও মেসেজ করে সাহায্য চেয়েছিল। ক্লাসে ছিলাম সময় মতো উত্তর দিতে পারিনি। নিজেকে ক্ষমা করতে পারছি না।”
advertisement
দুঃসংবাদ পাওয়া মাত্রই হাসপাতালেও ছুটে যান। সুদীপ্তার সেই পোস্ট শেয়ার করে অভিযোগকারিণীর পাশে থাকার বার্তা দেন গায়িকা ইমন চক্রবর্তী। আর এখন গর্জে উঠেছে গোটা টলিপাড়া।