পুজোয় সাজগোজের পরিকল্পনাও করে ফেলেছেন। আর এ বছরের পুজোটা তো একটু অন্য রকম। কেবল স্বামী, অভিনেতা গুরমিত চৌধুরি নন, এ বার তো মেয়ে লিয়ানার সঙ্গে পুজো কাটাবেন তিনি। নিজের পাশাপাশি বঙ্গতনয়া মেয়ের সাজগোজ নিয়েই চিন্তিত। আর তাই পাঁচ মাসের কন্যার কান ফোটালেন নিজেদের বাড়িতেই। সেই ভিডিও পোস্ট করলেন ইউটিউব এবং ইনস্টাগ্রামে।
advertisement
প্রথম ধাপে কান ফোটানোর যন্ত্রণায় কেঁদে ফেলে ছোট্ট লিয়ানা। কিন্তু পরের বার সে যেন আরও একটু বড় হয়ে উঠেছে। শান্ত ভাবে বাবার কোলে বসে দ্বিতীয় কান ফুটিয়ে নেয় লিয়ানা। তার জন্য অবশ্য অনেক ক্ষণ ধরে মলম লাগিয়ে কান দু'টিকে নরম করে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: প্রথম সন্তানের চার মাস হতেই দ্বিতীয় সন্তান! সুখবর দিলেন বঙ্গতনয়া দেবিনা
মেয়ের জন্য বিশেষ সোনার রিং পছন্দ করেছেন দেবিনা। দর্শকদের বলেন, ''আমার ছোটবেলাতেও সোনার রিং দিয়েই কান ফোটানো হয়েছিল। তাই আমিও আমার মেয়ের জন্য সে রকমই দুল বেছে নিয়েছি।'' তার পরে মেয়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলেন, ''আমি কিন্তু বলেই করছি লিয়ানা। পরে আমাকে বোলো না যেন যে না বলে কান ফুটিয়েছি। আর আমরা মা-মেয়ে দুর্গাপুজোর সময়ে কত সুন্দর সুন্দর দুল পরে সাজুগুজু করব।''
আরও পড়ুন: প্রথম বার কন্যার ছবি পোস্ট করলেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায় ও স্বামী গুরমিত
মেয়ের সঙ্গে নিজেরও কান ফোটালেন গুরমিত। পাঁচ মাসের লিয়ানার থেকে ৩৮ বছরের গুরমিত যেন একটু বেশিই ভয় পেলেন কান ফোটাতে। কিন্তু পরিবারের সকলের কথা মেনে দু'টি কান ফুটিয়ে নিলেন অভিনেতা।
গত ৩ এপ্রিল মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুম্বই টেলিভিশনের তারকা দম্পতি। তার চার মাস পর গত ১৬ অগাস্ট পর্দার রাম-সীতা দ্বিতীয় সন্তানের আগমনের আগাম সুখবর দেন ইনস্টাগ্রামে। লিয়ানা কোলে দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন তারকা দম্পতি।