আরও পড়ুনঃ জাকির হুসেন, শঙ্কর মহাদেবন…! গ্র্যামি পুরস্কারের মঞ্চে ভারতেরই জয়গান, ঘরে এল ৩টি গ্র্যামি
শঙ্কর মহাদেবন বলেন, “জন লাফলিন আজ এখানে নেই। আমরা আপনাকে মিস করছি জন জি।” আসলে জন লাফলিন গ্র্যামির মঞ্চে উপস্থিত থাকতে পারেননি। শঙ্কর মহাদেবন এরপর বলে চলেন, “ধন্যবাদ ছেলেরা, আর ধন্যবাদ ঈশ্বর, পরিবার, বন্ধু এবং ভারত। আমরা তোমার জন্য গর্বিত ভারত।” আর এই কথা বলামাত্রই চারিদিক যেন হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে! মঞ্চে স্ত্রীর প্রতি গভীর ভালবাসার কথাও ব্যক্ত করলেন ওই সঙ্গীত শিল্পী। শঙ্কর মহাদেবন আরও বলেন, “এই পুরস্কারটা আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। যার জন্য আমি গানের প্রতিটি সুর উৎসর্গ করে থাকি। ভালবাসি তোমাকে।”
advertisement
পুরস্কার গ্রহণের বক্তব্য রাখার ওই ভিডিওটি শেয়ার করে ব্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় সুরকার এবং গ্র্যামি বিজেতা রিকি কেজ। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রিকি লিখেছেন, “শক্তি একটি গ্র্যামি জয় করল!!! এই অ্যালবামের মাধ্যমে ৪ জন দুর্দান্ত ভারতীয় সঙ্গীত শিল্পী গ্র্যামি জিতলেন!! দুর্দান্ত। প্রতিটি ক্ষেত্রেই ভারত উজ্জ্বল হয়ে উঠছে। শঙ্কর মহাদেবন, সেলভাগণেশ বিনায়াক্রম, গণেশ রাজাগোপালন, উস্তাদ জাকির হুসেন। আর বংশীবাদক রাকেশ চৌরাসিয়ার পাশাপাশি উস্তাদ জাকির হুসেনেরও এটা দ্বিতীয় গ্র্যামি। দুর্ধর্ষ!!!! #ইন্ডিয়াউইনসগ্র্যামিস।”
‘শক্তি’ ছাড়াও ভারতের রাকেশ চৌরাসিয়া দু’টি পুরস্কার জিতেছেন — গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এবং কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম। News18 Showsha-ও এই জয়ের জন্য টিম শক্তি এবং রাকেশ চৌরাসিয়াকে অভিনন্দন জানাচ্ছে।