TRENDING:

Grammy Awards 2024: গ্র্যামি জয় ‘শক্তি’-র; আনন্দে ভেসে দেশকে ধন্যবাদ জানালেন আপ্লুত শঙ্কর মহাদেবন, ঐতিহাসিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Grammy 2024: ফিউশন ব্যান্ড ‘শক্তি’-র হাত ধরে ভারতের ঘরে এসেছে গ্র্যামি। ফিউশন এই ব্যান্ডে একসঙ্গে কাজ করেছেন জন ম্যাকলাফলিন, জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, ভি সেলভাগণেশ এবং গণেশ রাজাগোপালন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৬৬-তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস। আর সারা বিশ্বের মঞ্চে জয়জয়কার হল ভারতের। ফিউশন ব্যান্ড ‘শক্তি’-র হাত ধরে ভারতের ঘরে এসেছে গ্র্যামি। ফিউশন এই ব্যান্ডে একসঙ্গে কাজ করেছেন জন ম্যাকলাফলিন, জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, ভি সেলভাগণেশ এবং গণেশ রাজাগোপালন। তাঁদের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ জিতে নিয়েছে গ্লোবাল মিউজিক অ্যালবাম। আর এই পুরস্কার নিতে গ্র্যামির মঞ্চে হাজির হয়েছিলেন শঙ্কর মহাদেবন এবং ‘শক্তি’-র সদস্যরা। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেশকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে শঙ্কর মহাদেবনকে।
advertisement

আরও পড়ুনঃ জাকির হুসেন, শঙ্কর মহাদেবন…! গ্র্যামি পুরস্কারের মঞ্চে ভারতেরই জয়গান, ঘরে এল ৩টি গ্র্যামি

শঙ্কর মহাদেবন বলেন, “জন লাফলিন আজ এখানে নেই। আমরা আপনাকে মিস করছি জন জি।” আসলে জন লাফলিন গ্র্যামির মঞ্চে উপস্থিত থাকতে পারেননি। শঙ্কর মহাদেবন এরপর বলে চলেন, “ধন্যবাদ ছেলেরা, আর ধন্যবাদ ঈশ্বর, পরিবার, বন্ধু এবং ভারত। আমরা তোমার জন্য গর্বিত ভারত।” আর এই কথা বলামাত্রই চারিদিক যেন হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে! মঞ্চে স্ত্রীর প্রতি গভীর ভালবাসার কথাও ব্যক্ত করলেন ওই সঙ্গীত শিল্পী। শঙ্কর মহাদেবন আরও বলেন, “এই পুরস্কারটা আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। যার জন্য আমি গানের প্রতিটি সুর উৎসর্গ করে থাকি। ভালবাসি তোমাকে।”

advertisement

পুরস্কার গ্রহণের বক্তব্য রাখার ওই ভিডিওটি শেয়ার করে ব্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় সুরকার এবং গ্র্যামি বিজেতা রিকি কেজ। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রিকি লিখেছেন, “শক্তি একটি গ্র্যামি জয় করল!!! এই অ্যালবামের মাধ্যমে ৪ জন দুর্দান্ত ভারতীয় সঙ্গীত শিল্পী গ্র্যামি জিতলেন!! দুর্দান্ত। প্রতিটি ক্ষেত্রেই ভারত উজ্জ্বল হয়ে উঠছে। শঙ্কর মহাদেবন, সেলভাগণেশ বিনায়াক্রম, গণেশ রাজাগোপালন, উস্তাদ জাকির হুসেন। আর বংশীবাদক রাকেশ চৌরাসিয়ার পাশাপাশি উস্তাদ জাকির হুসেনেরও এটা দ্বিতীয় গ্র্যামি। দুর্ধর্ষ!!!! #ইন্ডিয়াউইনসগ্র্যামিস।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘শক্তি’ ছাড়াও ভারতের রাকেশ চৌরাসিয়া দু’টি পুরস্কার জিতেছেন — গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এবং কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম। News18 Showsha-ও এই জয়ের জন্য টিম শক্তি এবং রাকেশ চৌরাসিয়াকে অভিনন্দন জানাচ্ছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Grammy Awards 2024: গ্র্যামি জয় ‘শক্তি’-র; আনন্দে ভেসে দেশকে ধন্যবাদ জানালেন আপ্লুত শঙ্কর মহাদেবন, ঐতিহাসিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল