গত মার্চে, সুপ্রিম কোর্ট, সলিসিটর জেনারেলকে বলেছিল এমন কিছু প্রস্তাব তৈরি করতে, যাতে সংবিধানের Article ১৯(১)-এর অধীনে মুক্ত মত প্রকাশের অধিকার রক্ষা হয়, আবার Article ১৯(২)-এর সংবিধানসম্মত ‘যৌক্তিক সীমাবদ্ধতা’ও বজায় থাকে। তবে কী ভাবে ডিজিটাল কন্টেন্টকে নিয়ন্ত্রণ করা হবে তা অবশ্য জানা যায়নি।
advertisement
ওই রিপোর্ট অনুযায়ী, খসড়া IT (Digital Code) Rules, ২০২৬-এ বলা হয়েছে, “যে কোনো ডিজিটাল কনটেন্ট অশ্লীল বলে গণ্য হবে যদি তা ‘লাসিভিয়াস, বা কামুক আগ্রহকে আকর্ষণ করে, বা তার প্রভাব মানুষকে নষ্ট ও দুর্নীতিগ্রস্ত করে’।”
খসড়া নিয়ম অনুযায়ী, ডিজিটাল কনটেন্টে নিচের বিষয়গুলো রাখা যাবে না –
১. রুচিশীলতা বা শালীনতাকে আক্রমণ করা যাবে না
২. কোনও অশ্লীল, মানহানিকর, ইচ্ছাকৃত, মিথ্যা ও ইঙ্গিতপূর্ণ কিছু থাকবে না
৩. ধর্ম বা সম্প্রদায়ের উপর আক্রমণ করা যাবে না
৪. হিংসা বা অপরাধকে আকর্ষণীয় হিসেবে দেখানো যাবে না
৫. অশালীন, কুরুচিপূর্ণ বা অপমানজনক বিষয় থাকবে না
৬. কোনও জাতি, জাতপাত, গায়ের রংয়ের ভিত্তিতে ছোট করা যাবে না
৭. শিশুদের নিয়ে উপহাস করা যাবে না
