তাঁর এই অসুস্থতার কথা স্বীকার করেছেন অভিনেতার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দল। এই প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল রাত ১টার সময় তিনি জ্ঞান হারানোর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”
জানা গিয়েছে, বলিউডের এই অভিনেতার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে তাঁর ফলাফলের উপর পরবর্তী চিকিৎসা নির্ভর করছে। চিকিৎসা সংক্রান্ত আর কোনও বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: হাসপাতাল থেকে ঘরে ফিরলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, এ বার বাড়িতেই চলবে চিকিৎসা
আশ্চর্যজনক ভাবে, গোবিন্দা একদিন আগেই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান। এরপরেই সামনে আসে এই খবর।
অন্যদিকে, গোবিন্দার পত্নী সুনিতা আহুজার বিবাহ সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য শিরোনামে এসেছিল। তিনি বলেছিলেন। গোবিন্দাকে তিনি পরের জীবনে স্বামী হিসাবে চান না।
