দু'দিন আগে 'পিলু'র নায়ক লেখেন, 'আমি তখনও শয্যাশায়ী। হাসপাতালে। সার্জারি হওয়ার পরর দিন আমি অনেক কষ্টে উঠে আস্তে আস্তে খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলাম। হাতে ব্লাডের একটা বোতল গোছের কিছু নিয়ে। হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে। ওর সঙ্গে আলাপ ছিল না। ও নিজেই এসেছিল আলাপ করতে। বলল, শুনলাম তোমার সার্জারি হয়েছে এখানে ভর্তি। ওই দিন এই মেয়েটির প্রতি এতটা স্নেহ আর সম্মান বেড়ে গেল ভিতর থেকে সত্যিই আজও জানি না। ও অনেক বার অসুস্থ হয়েছিল তার আগে। ওর পরিবার, সব্যসাচী, সবাই হয়তো আছে। কিন্তু আজ হঠাৎ শুনলাম অসুস্থ। মন থেকে চাই তুমি সুস্থ হয়ে ওঠো। আর এত ভাল মেয়েটা বারবার অসুস্থ হচ্ছে, এটা বোধহয় উপরে যিনি আছেন, গল্প লিখছেন, তার কাছেই আমার প্রশ্ন রইল, এতটাও নিষ্ঠুর নাই বা হলে আর। তুমি সুস্থ হয়ে ওঠো। তোমার পাশে আমি আছি, আমরা সব্বাই আছি ঐন্দ্রিলা। সবসময়ে প্রার্থনা করে যাব তোমার জন্য।'
advertisement
গত বছর করোনার টিকা নিতে গিয়ে হাতে ব্যথা অনুভব করেন গৌরব। তার পরেই তাঁর হাতে বোন টিউমার ধরা পড়ে। এরই মধ্যে তাঁর মুখের একটি অংশ ফুলে যায়। সময় মতো পাত্তা না দেওয়ায় সেই সংক্রমণ সারা মুখে ছড়িয়ে পড়ে। অস্ত্রোপচার করে টিউমারটি বের করা হয় শরীর থেকে। সেই সময়েই তাঁর প্রথম বার আলাপ হয় ক্যানসারজয়ী ঐন্দ্রিলার সঙ্গে। তা-ও আবার হাসপাতালে। আর আজ সেই সহকর্মীর জন্য প্রার্থনা গৌরবের।
আরও পড়ুন: বাঁ চোখ, কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা, কিন্তু আশঙ্কা কাটেনি এখনও
আরও পড়ুন: হাতের টিউমর মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল! অস্ত্রোপচার হল অভিনেতা গৌরবের
মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঐন্দ্রিলাকে। মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। সেই রাতেই সেটি অস্ত্রোপচার করা হয়। শুক্রবার খানিক আশার আলো দেখেছেন নায়িকার ভক্তরা। জানা গিয়েছে, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা। কিন্তু চিকিৎসার পরিভাষায় এখনও আশঙ্কা কাটেনি।