TRENDING:

মিষ্টি ছেলের সঙ্গে দেখা করে খুব খুশি বিরাট-অনুষ্কা !

Last Updated:

এই মুহূর্তে টেস্টের জন্য ইংল্যান্ডে রয়েছেন বিরাট ৷ অনুষ্কাও প্রায়ই তাঁকে সঙ্গ দিতে উড়ে যাচ্ছেন ভিন দেশে ৷ আর সেখানেই তাঁদের সঙ্গে দেখা হল এক মিষ্টি ছেলের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিয়ের কয়েক মাস গড়িয়েছে ৷ কেরিয়ারের দিক থেকে দু’জনেই চরম ব্যস্ত, কিন্তু একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভোলেন না ৷ বলি-ব্যাটের এই হট রোম্যান্টিক জুটির সোশ্যাল মিডিয়া প্রায়ই ভরে ওঠে দুর্দান্ত সব ছবিতে ৷
advertisement

এই মুহূর্তে টেস্টের জন্য ইংল্যান্ডে রয়েছেন বিরাট ৷ অনুষ্কাও প্রায়ই তাঁকে সঙ্গ দিতে উড়ে যাচ্ছেন ভিন দেশে ৷ আর সেখানেই তাঁদের সঙ্গে দেখা হল এক মিষ্টি ছেলের ৷ আসলে এই ছেলে একটি বাদামী রঙের কুকুর ৷ তাকেই ‘বিউটিফুল বয়’ বলে সম্বোধন করেছেন ভারতের ক্যাপ্টেন ৷ আসলে বিরাট-অনুষ্কা দু’জনেই পোষ্য খুব ভালবাসেন ৷ মুম্বইয়ে রাস্তার কুকুরদের খাওয়া, থাকার ব্যবস্থা করেছেন স্বয়ং নায়িকা ৷ তাঁদের বাড়ির ল্যাব্রাডর ‘ডুড’কেও নিজেদের ছেলের চোখেই দেখেন বিরুষ্কা ৷ আর তাই ইংল্যান্ডের রাস্তাতেও মিষ্টি কুকুরটি দেখে লোভ সামলাতে পারলেন না তাঁরা ৷

advertisement

আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কা জুটি একেবারেই সমমর্যাদার নয় ! বিস্ফোরক পশ্চিমি সংবাদমাধ্যম ! দেখুন ভিডিও

একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরতে গিয়েছিলেন দু’জনে ৷ সেখানেই দেখা হল এই কুকুরটির সঙ্গে ৷ দু’জনে পোজ দিলেন, ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ এই ছবির ক্যাপশনে বিরাট লেখেন, ‘‘এই মিষ্টি ছেলেটিকে চিনে নিন, আমাদের সঙ্গে পোজ দেওয়ার মতো যার প্রচুর ধৈর্য্য রয়েছে ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মিষ্টি ছেলের সঙ্গে দেখা করে খুব খুশি বিরাট-অনুষ্কা !