আরও পড়ুন Bell Bottom Release: কোনও খান নন, বলিউডের দুর্দিনে ভরসা খিলাড়ি অক্ষয় কুমার! কারণ...
পরবর্তী ছবি টাইগার ৩-র (Tiger 3 Movie shoot in Russia) জন্য দেশের বাইরে রাশিয়ায় শ্যুটিং-এ গেলেন সলমন খান, ক্যাটরিনা কইফ৷ মুম্বই বিমানবন্দরে ভাইজানের এক ঝলক পেতে মরিয়া ছিলেন ফ্যানরা৷ কোনও মতে ভক্তদের ভিড় এড়িয়ে সলমন পৌঁছে গেলেন বিমানবন্দরের ঢোকার মুখে৷ আর তার মাঝেই সলমন খানকে থামালেন কর্তব্যরত সিআইএসএফ অফিসার৷ তিনি স্পষ্ট বললেন সলমনকে সম্পন্ন করতে হবে সিকিউরিটি চেক৷ তারপরই তিনি ঢুকতে পারবেন বিমানবন্দরে!
advertisement
সাধারণত বিমানবন্দরে ঢুকতে পরিচিত মুখ অর্থাৎ তারকাদের খুব বেশি বেগ পেতে হয় না৷ তাঁদের নিরাপত্তার পরীক্ষা হয়, দেখা হয় স্বচিত্র পত্রও৷ তবে উপস্থিত রক্ষীরা খুবই হাসিমুখেই তাদের সঙ্গে কথা বলেন৷ কারণ বহু ক্ষেত্রে উর্দিধারী নিরাপত্তারক্ষীরাও এই সব তারকাদের ভক্ত হন৷ কিন্তু এখানে দেখা গেল অন্য চিত্র৷
সলমনের (Salman Khan) পাহাড় প্রমাণ খ্যাতিকে কোনও পাত্তাই দিলেন না মুম্বই বিমানবন্দরের সিআইএসএফ অফিসার (CISF officer)৷ তিনি একেবারে কঠোর ভাবে করে গেলেন তাঁর কাজ৷ সলমন ভক্তদেরও সামলালেন তিনি৷ আমি সলমন ভক্ত, তবে যেভাবে আজ ভাইজানকে থামিয়ে নিজের কাজ করলেন নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, তাতে আমি খুবই খুশি৷ অফিসারকে বাহবা জানাই, বলছেন এক ব্যক্তি৷ এমন বহু মানুষই ভিডিও দেখে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন৷ একজন আবার বলেছেন যে সিআইএসএফ অফিসারকেও দেখতে দারুণ, কোনও তারকার থেকে কম সুপুরুষ নন তিনি৷ তিনিও একজন স্টার৷ এভাবেই নিজের কাজ করে প্রশংসা কুড়িয়ে নিলেন মুম্বই বিমানবন্দরের কর্মরত সিআইএসএফ অফিসার৷ দেখুন ভিডিও৷