TRENDING:

Twinkle Khanna : অক্ষয়ের রোম্যান্টিক লাইফ নিয়ে সূক্ষ্ম খোঁচা? স্ত্রী টুইঙ্কলের পোস্টে সহমত প্রাক্তন ক্যাটরিনাও

Last Updated:

থাকতে না পেরে এই নিয়ে বেশঅশান্তি বাঁধিয়েছিলেন টুইঙ্কল, তাঁর নিষেধের জন্যই বন্ধ হয়ে যায় অক্ষয়ের ক্যাটরিনার সঙ্গে ছবি করা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তার পরে লাগাতার চলল ক্যাটরিনার সঙ্গে ছবি- ২০০৭ সালে নমস্তে লন্ডন (Namastey London) আর ওয়েলকাম (Welcome), ২০০৮ সালে সিং ইজ কিং (Singh Is Kinng), ২০০৯ সালে দে দনা দন (De Dana Dan), ২০১০ সালে তিস মার খান (Tees Maar Khan)! অক্ষয় বলতেন বটে ক্যাটরিনা তাঁর সৌভাগ্যলক্ষ্মী, তিনি থাকলেই ছবি হিট করে, তবে কথাটা নেহাতই অজুহাত! এই সবক'টা ছবি কিন্তু বাণিজ্যিক ভাবে সফল নয়!

advertisement

ক্যাটরিনা আর অক্ষয়ের এই প্রেমপর্ব কী ভাবে শেষ হল, সেটা নিয়ে সরাসরি কিছু জানা যায় না! তবে কানাঘুষো বলে যে এক সময়ে আর থাকতে না পেরে এই নিয়ে বেশ অশান্তি বাঁধিয়েছিলেন টুইঙ্কল, তাঁর নিষেধের জন্যই বন্ধ হয়ে যায় অক্ষয়ের ক্যাটরিনার সঙ্গে ছবি করা! ও দিকে, এই ২০০৯ সালের শেষের দিক থেকে ক্যাটরিনারও জীবনে এসেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), বিবাহিত পুরুষের ত্রিকোণ প্রেম ছেড়ে সম্পর্কে শান্তি পাওয়ার আশায় সরে এসেছিলেন নায়িকাও! আর তারই সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল টুইঙ্কল আর ক্যাটরিনার, দু'জনের সৌহার্দ্যের নিদর্শন বিশেষ দেখেনি বলিউড!

advertisement

এবার কিন্তু দেখছে! টুইঙ্কল সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে করোনাকালে তিনি কেবল একটাই জিনিস শিখেছেন- সব কিছু ঠিক রাখার দায় তাঁর একার নয়, তিনি এবার বুঝেছেন যে মাঝে মাঝে ঘটনা নিয়ন্ত্রণ করতে না চেয়ে মুঠো আলগা করে দেওয়াই ভালো! এটা কি আদতে অক্ষয়ের রোম্যান্টিক লাইফ নিয়ে সূক্ষ্ম খোঁচা? কেন না, টুইঙ্কল যতই করোনাকালের উল্লেখ করুন, এই সময় থেকেই কিন্তু রোহিত শেট্টির (Rohit Shetty) সূর্যবংশীর (Sooryavanshi) শ্যুটিং নিয়ে যোগাযোগ আবার ঘনিষ্ঠ হয়েছে অক্ষয় আর ক্যাটরিনার!

advertisement

যাই হোক, টুইঙ্কলের এই পোস্টে হার্ট ইমোজি দিয়ে সহমত প্রকাশ করেছেন ক্যাটরিনা! বোধ হয় বলতে চেয়েছেন- এত দিনে টুইঙ্কলের জ্ঞানচক্ষু খুলল!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Twinkle Khanna : অক্ষয়ের রোম্যান্টিক লাইফ নিয়ে সূক্ষ্ম খোঁচা? স্ত্রী টুইঙ্কলের পোস্টে সহমত প্রাক্তন ক্যাটরিনাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল