গত ২০১৩ সালের ১৪ অক্টোবর অনিতার সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী রোহিত রেড্ডি ৷ এরপর থেকে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন তাঁদের দাম্পত্য ৷ এরই সঙ্গে শ্বশুরবাড়ির প্রত্যেকের সঙ্গে বেজায় ভাল সম্পর্ক নায়িকার ৷ এই তো গতকাল এই টেলি অভিনেত্রী শ্বশুরমশাইয়ের জন্মদিন ছিল ৷ আর তা নিয়ে বেজায় আপ্লুত ছিলেন অনিতা ৷ শুভেচ্ছা জানাতে নিজের ইনস্টাগ্রাম শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন নাগিনখ্যাত অভিনেত্রী ৷
advertisement
সেখানে তিনি লেখেন, ‘‘কুলেস্ট শ্বশুরমশাই শুভ জন্মদিন #ভাগ্যবতী আমি #সেরার সঙ্গে ধন্য আমি ৷’’শ্বশুর-বউমা’র এই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ এর পাশাপাশি সমালোচনাও কম হয়নি ৷ অনেকেই সেই ছবিতে শ্বশুর-বউমার একসঙ্গে মদ্যপান করা নিয়ে সমালোচনা শুরু করেছে ৷ তবে এ বিষয়ে এক্কেবারে কান দিতে নারাজ নায়িকা ৷