এদিন শাহরুখকে এক ভক্ত প্রশ্ন করে বসেন, ‘স্যার মেয়ে পটানোর জন্য দু'-একটা টিপস দিন’। এই কথা শুনে শাহরুখ পালটা জবাব দেন, ‘সবার প্রথমে একটা মেয়ের জন্য 'পটানোর' মতো শব্দ ব্যবহার করা বন্ধ করো, চেষ্টা করো নম্রতার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে তাঁদের সম্মান জানাতে’। যদিও পরবর্তীতে ওই ভক্ত নিজের ভুল বুঝতে পেরে তাঁর প্রশ্নটি মুছেও দেন Twitter থেকে কিন্তু ততক্ষণে স্ক্রিনশটের ছবি ভাইরাল। ভক্তের এই ধরনের প্রশ্নকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলানোর জন্য কিং খানের এই উত্তর প্রচুর মানুষের লাইক পেয়েছিল এবং তাঁর উত্তর দেওয়ার পদ্ধতি দেখেও মুগ্ধতায় ভাসে নেটদুনিয়া।
advertisement
https://twitter.com/iamsrk/status/1377179114042368004?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1377179114042368004%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fsrks-gentle-advise-to-fan-asking-how-to-win-over-girls-is-why-hes-king-of-romance-3592073.html
এছাড়াও একজন কিং খান-কে জিজ্ঞেস করেন, "কেকেআর কি এ বার কাপ জিতবে?" তিনি উত্তরে লিখেছেন, “আশা করি তেমনই হবে। তাই তো এখন থেকেই কফি খাচ্ছি।”
দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge), কুছু কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) থেকে পরবর্তী সময়ে মহব্বতে (Mohabbatein), কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham)- জেনাররেশনের পর জেনারেশনকে প্রেম করতে শিখিয়েছেন শাহরুখ। প্রায় তিন দশক ধরে অভিনয় শিল্পে রয়েছেন, অফ স্ক্রিনে অত্যন্ত স্পষ্ট ভাষায় বক্তব্য রাখেন। এছাড়াও মজার ছলে উত্তর দেওয়ার ব্যাপারে বরাবর সুখ্যাতি আছে তাঁর। এবারও মজার ছলেই উত্তর দিয়ে রুপোলি পর্দার নায়কের মতোই ভক্তদের মন জিতে নিলেন তিনি।