TRENDING:

Vishal Dadlani: গান ছেড়ে জন্মদিনে শরীর নিয়ে মাতবেন বিশাল! ভিডিও দেখুন

Last Updated:

৪৮ বছরে পা দেবেন বিশাল দাদলানি৷ আগামী সপ্তাহে তাঁর জন্মদিনের আগেই এমন ঘোষণা করলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গায়ক-সুরকার বিশাল দাদলানি (Vishal Dadlani)৷ বলিউডের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি৷ ইনডিয়ান আইডলের বিচারক (Indian Idol judge) হিসেবেও খুবই নাম হয়েছিল তাঁর৷ তবে আপাতত তিনি মন দিয়েছেন অন্য কাজে৷ নিজের শরীর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সুরকার (Singer Composer Vishal Dadlani)৷ ইতিমধ্যেই শুরু হয়েছে সেই পথ চলা৷ আগামী সপ্তাহে রয়েছে তাঁর ৪৮ তম জন্মদিন৷ তার আগেই তিনি ঘোষণা করেছেন যে জন্মদিনে কোনও নতুন গান নয়, শরীর নিয়ে মাতবেন তিনি!
advertisement

বলিউডের সকলকে ইতিমধ্যেই নিজের শরীরী পরিচর্যায় চমকে দিয়েছেন বিশাল৷ তিনি ৩০টা পুশআপ করেছেন (Vishal Dadlani Push Up)৷ বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কতটা ফিট৷ এবং আগামিদিনে নিজের ফিটনেস বাড়াতে শপথ নিয়েছেন বিশাল৷ এমনকী নিজের ৪৮তম জন্মদিনে ৪৮বার পুশ আপ করার পরিকল্পনা করার কথা জানিয়েছেন সুরকার৷ এভাবে আসলে অন্যদেরও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে চান বিশাল৷ তাই এমন পদক্ষেপ৷

advertisement

বলিউডে সব তারকাই শরীর নিয়ে খুব সচেতন৷ সে তালিকায় যে শুধুমাত্র নায়ক-নায়িকারা রয়েছেন, তেমনটা নয়৷ বহু কলাকুশলীরা নিজেদের জীবনে মেনে চলেন ফিটনেস টিপস৷ যোগাভ্যাস হোক, জিমে গিয়ে ঘাম ঝড়ানো হোক বা ডায়েট৷ সবটাই মেনে চলেন অনেকে৷ গায়কদের-গায়িকাদের জন্য এই শরীরচর্চা খুব প্রয়োজনীয়৷ কারণ সঙ্গীত সাধনা করতে হলে সুস্থ শরীর দরকার৷ তার সঙ্গে নিয়মিত স্টেজে পারফর্ম করতে গেলেও শরীর ফিট থাকা প্রয়োজন৷ না হলে সেই মতো এনার্জি পাওয়া মুশকিল৷ সেকারণে দেখা যায়ে যে প্রথম সারির সব গায়ক-গায়িকাও একেবারে থাকেন ঝরঝরে ফিগারে৷ বিশালও ব্যতিক্রম নন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

তবে কোনও জিম বা ফিটনেস সেন্টারে গিয়ে নয়, নিজের বাড়িতেই চলছে বিশালের জোরদার শরীরচর্চা৷ নিজে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশাল৷ সেখানে তিনি লিখেছেন, আমি ৩০টা পুশআপ করেছি৷ জন্মদিনে (২৮ জুন) একবারে ৪৮টা পুশআর করার চেষ্টা করব৷ দেখুন সেই ভিডিও৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vishal Dadlani: গান ছেড়ে জন্মদিনে শরীর নিয়ে মাতবেন বিশাল! ভিডিও দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল