বলিউডের সকলকে ইতিমধ্যেই নিজের শরীরী পরিচর্যায় চমকে দিয়েছেন বিশাল৷ তিনি ৩০টা পুশআপ করেছেন (Vishal Dadlani Push Up)৷ বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কতটা ফিট৷ এবং আগামিদিনে নিজের ফিটনেস বাড়াতে শপথ নিয়েছেন বিশাল৷ এমনকী নিজের ৪৮তম জন্মদিনে ৪৮বার পুশ আপ করার পরিকল্পনা করার কথা জানিয়েছেন সুরকার৷ এভাবে আসলে অন্যদেরও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে চান বিশাল৷ তাই এমন পদক্ষেপ৷
advertisement
বলিউডে সব তারকাই শরীর নিয়ে খুব সচেতন৷ সে তালিকায় যে শুধুমাত্র নায়ক-নায়িকারা রয়েছেন, তেমনটা নয়৷ বহু কলাকুশলীরা নিজেদের জীবনে মেনে চলেন ফিটনেস টিপস৷ যোগাভ্যাস হোক, জিমে গিয়ে ঘাম ঝড়ানো হোক বা ডায়েট৷ সবটাই মেনে চলেন অনেকে৷ গায়কদের-গায়িকাদের জন্য এই শরীরচর্চা খুব প্রয়োজনীয়৷ কারণ সঙ্গীত সাধনা করতে হলে সুস্থ শরীর দরকার৷ তার সঙ্গে নিয়মিত স্টেজে পারফর্ম করতে গেলেও শরীর ফিট থাকা প্রয়োজন৷ না হলে সেই মতো এনার্জি পাওয়া মুশকিল৷ সেকারণে দেখা যায়ে যে প্রথম সারির সব গায়ক-গায়িকাও একেবারে থাকেন ঝরঝরে ফিগারে৷ বিশালও ব্যতিক্রম নন৷
তবে কোনও জিম বা ফিটনেস সেন্টারে গিয়ে নয়, নিজের বাড়িতেই চলছে বিশালের জোরদার শরীরচর্চা৷ নিজে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশাল৷ সেখানে তিনি লিখেছেন, আমি ৩০টা পুশআপ করেছি৷ জন্মদিনে (২৮ জুন) একবারে ৪৮টা পুশআর করার চেষ্টা করব৷ দেখুন সেই ভিডিও৷
