রিয়ালিটি শোয়ের নাচের মঞ্চে ঝাঁসির রানিকে নিয়ে একটি পারফরমেন্স উঠে এল৷ প্রতিযোগীর প্রশংসা করতে গিয়ে শিল্পা বললেন যে, ঝাঁসির রানির কথা শুনলে বা পড়লেই তাঁর মনে হয় এক নির্ভক মহিলার কথা৷ যিনি শুধু ইংরেজদের বিরুদ্ধে লড়েননি, লড়েছেন নিজের অস্তিত্বের জন্য, নিজের অধিকারের জন্য৷ এবং এখনও যে সমাজে মহিলাদের এভাবে লড়তে হয়, বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে৷
কোথাও যেন এই কথাগুলির মধ্যে শিল্পা নিজের লড়াইয়ের কথাও বলতে চাইলেন৷ সত্যিই স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর তাঁকেও পড়তে হয় মহা বিপদে৷ এবং তাঁর ও তাঁর পরিবারের মানহানি হয়, এমন অভিযোগও করেছেন শিল্পা৷
তবে তিনি কখনও হেরে যাওয়ার পাত্রী নন৷ যেভাবে নিজের কেরিয়ার সাজিয়েছেন অভিনেত্রী৷ সেভাবে এ যাত্রায় দাঁতে দাঁত চেপে লড়েছেন শিল্পা৷ দাঁড়িয়েছেন স্বামীর পাশে৷ তিনি বারবার জেরায় বলেছেন যে তাঁর স্বামী কোনও পর্নোগ্রাফি তৈরি করেননি৷ তৈরি করেছেন কামধর্মী ছবি৷ তবে এত কিছুর পরও রাজ জেলে ছিলেন বহু দিন৷ এক সপ্তাহের জন্য আপাতত তিনি মুক্ত বম্বে হাইকোর্টের নির্দেশে৷ আর শিল্পাও ফিরেছেন কাজে৷