TRENDING:

ছেলের জন্য প্রথম কী উপহার নিয়ে হাসপাতালে গেলেন শাহিদ কাপুর ?

Last Updated:

বুধবার সন্ধ্যেয় লিটল প্রিন্স চার্ম এসেছে শাহিদ-মীরার কোলে ৷ কাপুর পরিবারের তরফে জানানো হয়েছে সুস্থ আছেন মা ও ছেলে ৷ স্বাভাবিকভাবেই খুশির বন্যা কাপুর পরিবারে ৷ তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি মীরাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন শাহিদ কাপুর ৷ গতকালই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শাহিদ-পত্নী মীরা রাজপুত ৷ বুধবার সন্ধ্যেয় লিটল প্রিন্স চার্ম এসেছে শাহিদ-মীরার কোলে ৷ কাপুর পরিবারের তরফে জানানো হয়েছে সুস্থ আছেন মা ও ছেলে ৷ স্বাভাবিকভাবেই খুশির বন্যা কাপুর পরিবারে ৷ তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি মীরাকে ৷
advertisement

তাই হাসপাতেলই স্ত্রীকে দেখতে পৌঁছে গেলেন নায়ক ৷ সঙ্গে সঙ্গেই পাপারাৎজিও পিছু নিল তাঁর ৷ এদিন দু’বছরের মেয়ে মিশাকে কোলে নিয়েই হাসপাতালে ঢোকেন শাহিদ ৷ তবে ছোটা কাপুরের জন্য উপহার নিয়ে যেতে ভোলেননি ৷

আরও পড়ুন: কাকতালীয় ভাবে মিলে গেল মীরা, মিশা আর সদ্যোজাত পুত্র সন্তানের কুষ্ঠি !

advertisement

হালপাতালে ঢোকার মুখেই ক্যামেরাবন্দী হন শাহিদ আর মিশা ৷ শাহিদের সঙ্গে ছিলেন আরও এক যুবকও ৷ তাঁর হাতে ছিল ছেলের জন্য আনা বাবার প্রথম উপর ৷ হালকা নীল কাপড়ে ঢাকা একটি বাস্কেট দেখা যায় তাঁর হাতে ৷ যদিও সেই বাস্কেটে কী ছিল তা বোঝা যায়নি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলের জন্য প্রথম কী উপহার নিয়ে হাসপাতালে গেলেন শাহিদ কাপুর ?