স্টার জলসার সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘সন্ন্যাসী রাজা’র কথা হচ্ছে ৷ সুখী পরিবারের ছবি দেখিয়ে দুর্দান্ত ক্লাইম্যাক্সে এসে শেষ হয়েছে এই সিরিয়াল ৷ কিন্তু মন ভরেনি দর্শকদের ৷ কেন দোষীদের শাস্তি হল না, কেন ডাক্তার ঠাকুরপো সহজেই ছাড়া পেয়ে গেলেন- এমনই সমস্ত না পাওয়া এখন তাঁদের মনজুড়ে ৷ নিজের ক্ষোভ অবশ্য চেপে রাখেননি তাঁরা ৷ খোদ বিম্ববতী থুড়ি অদ্রিজা রায়ের ইনস্টাগ্রাম পেজে এসে নিজেরাই সেই অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৷
advertisement
আরও পড়ুন: ‘তোমায় মিস করছি’, এতদিন পর নিজেই মুখ খুললেন মিমি চক্রবর্তী
‘সন্ন্যাসী রাজা’ শেষের পর সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবি আর ভিডিও পোস্ট করেছিলেন মেজবৌরানি অর্থাৎ ধারাবাহিকের নায়িকা অদ্রিজা ৷ শুটিং শেষ হয়ে যাওয়ায় বেশ দুঃখ দুঃখ মুখের ইমোজিও দিয়েছিলেন ৷ কিন্তু সেই পোস্টেই বিরূপ প্রতিক্রিয়া দেখালেন দর্শকরাই ৷ শেষ অধ্যায় পছন্দ হয়নি অনেকেরই ৷ তবে অনেকে আবার ভূয়সী প্রশংসাও করেছেন ৷ কেউ কেউ শীঘ্রই বিম্ববতীকে বড় পর্দায় দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন ৷