এর আগে সাইফ আলি খানের বোন সাবা আলি খান (Saba Ali Khan) তাঁর ভাইপোদের নাম করণ নিয়ে কথা বলেন (Jahangir name)৷ তারপর অভিনেতা নিজেই এই বিষয়ে জানালেন তাঁর মত। সইফ বলছেন যে, যারা এই নিয়ে অযথা নেতিবাচক (negative comments) বক্তব্য রাখছেন তাদের নিয়ে কোনও কথা বলাই অর্থহীন৷ কারণ তারা যে কোনও বিষয় নিয়েই নিন্দা করতে ভালবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন যে সব মানুষ এক নয়, এক রুচির নয়৷ অন্যের খুশিতে সকলে খুশিও হতে পারে না, তাই সমালোচনার পথ বেছে নেয়৷ এভাবে যারা তাঁর ছেলেদের নাম নিয়ে ট্রোল করছে, তাদের এক হাত নিয়েছেন সইফ (Social Media Troll) ৷
advertisement
তিনি বললেন, 'আমরা আয়কর জমা করি। দেশের আইন মেনে চলি। সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করি। অন্যরা যদি সে পথ বেছে নিতে চান, নিন৷ অযথা অভিনেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করা ঠিক নয়। আমি নেতিবাচক মন্তব্য না পড়ার চেষ্টা করি এবং অন্য কিছুতে মনযোগ করার চেষ্টা করি।
এই বছর ফেব্রুয়ারিতেই ছোট ছেলে জাহাঙ্গীরের (Saif-Kareena son Jahangir) জন্ম দেন করিনা। প্রথমে ছোটে ছেলে নাম প্রকাশ্যেই আনেননি সইফিনা৷ তারপর শোনা যায় যে তাদের ছোট ছেলের নাম জেহ (Jeh)৷ যার অর্থ নীল পাখি৷ শরীরে বইছে নীল রক্ত, তার সঙ্গে মিলিয়ে নাম হয়েছিল জেহ৷ যদিও পরে জানা যায় যে ছোট ছেলের নাম জাহাঙ্গীর এবং আদর করে জেহ নামে ডাকে হয় তাকে। তৈমুর এবং বেবি জেহের নাম নিয়ে কারিনা এবং সাইফকে অনেক ট্রোল করা হয়েছিল এবং এই কারণে তাদের অনেক নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল তারকা দম্পতিকে। এই কারণেই তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তার ছোট ছেলের নাম ঘোষণা করেননি।