বাদ গেলেন না এই মুহূর্তে টলিউডের জনপ্রিয়তম নায়িকাও ৷ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ‘রানি রাসমণি’র দিতিপ্রিয়া রায়কে নিয়ে ৷ সিরিয়ালের পর্দায় অবশ্য রানিকে দেখায় যায় রঘুনাথের আরাধনা করতে ৷ আবার মা কালিরও ভক্ত রানি রাসমণি ৷ কিন্তু বাস্তবের রাসমণি, দীতিপ্রিয়া কিন্তু আজ মেতে উঠেছে অন্য পুজোয় ৷
আরও পড়ুন: জমিয়ে প্রেম করছেন অঙ্কুশ-মিমি, ভিডিওতেই রইল প্রমাণ
advertisement
আজ গণেশ চতুর্থী ৷ সারা দেশ সেই উৎসবে সামিল ৷ সেই অনন্দে যোগ দিল পাঠভবনের একাদশ শ্রেণির ছাত্রী দীতিপ্রিয়াও ৷ একেবারে এথনিক লুকে, সেজে গুজে বাপ্পার পুজো করল সে ৷ প্রতিবারের মতোই এারও দিতির নতুন লুক নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় ৷ ভারি জরি পাড় কালো-হলুদ কম্বিনেশনের ট্র্যাডিশনাল সিল্কের শাড়িতে সেজেছিল সে ৷ সঙ্গে ছিল মানানসই সোনার গয়নাও ৷ পুঁচকে সাদা গণপতির সাজও ছিল দেখার মতো ৷ ফুল, মোমবাতি, লাড্ডু আর হরেক রকম মিষ্টি দিয়ে সাজানো হয়েছিল বাপ্পার আসন ৷