এর আগেও একবার রাখি সাওয়ান্তের সয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল টেলভিশন শো-তে ৷ বেশ জনপ্রিয়ও হয়েছিল সেই শো ৷ বহু টালবাহানা, নাটুকে কার্যকলাপের পর ক্যানাডিয়ান ব্যবসায়ী, ইলেশ পারুজানওয়ালাকে পছন্দ করেছিলেন রাখি ৷ মালাবদল, আংটিবদল, সবই সম্পন্ন হয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত টেঁকেনি সেই সম্পর্ক ৷
এবার অবশ্য বিয়ে নিয়ে বেশ সিরিয়াস রাখি ৷ এদিন নিজের ইনস্টাগ্রামে বিয়ের কার্ডের ছবি পোস্ট করে হাটে হাঁড়ি ভাঙেন ড্রামা ক্যুইন রাখি ৷ সেখানেই তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর দীপক কালালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি ৷ সুদূর লস অ্যাঞ্জেলসে বসবে বিবাহ বাসর ৷ বেশ কিছুদিন ধরেই রাখির সঙ্গে দীপকের নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ এবার সেই খবরই সত্যি হল ৷
advertisement
গত ২৫ নভেম্বর ছিল রাখির জন্মদিন ৷ ওইদিন হবু স্ত্রীকে শুভেচ্ছা জানাতে একটি মায়ের সঙ্গে একটি ভিডিও করেন দীপক ৷ সেটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাতেই তিনি জানান, রাখিকে বিয়ে করছেন তিনি ৷ রাখিকে অনেক শুভেচ্ছা জানিয়ে শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন দীপক ৷ পাশাপাশি রাখির জন্যে বুকে যে পিয়ারসিং করিয়েছেন, তাও দেখান দীপক ৷ পুণের বাসিন্দা দীপক একজন জনপ্রিয় ইউটিউবার ৷ রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এও এসেছিলেন কালাল। তবে এই খবর আদৌ সত্যি কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ৷