TRENDING:

রাখির সাওয়ান্তের বিয়ে! বুক বিঁধিয়ে ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন হবু স্বামী

Last Updated:

পুণের বাসিন্দা দীপক একজন জনপ্রিয় ইউটিউবার ৷ রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এও এসেছিলেন কালাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রাখি সাওয়নান্তের বিয়ে! কথাটা শুনতে কানে যতই খটকা লাগুক, চোখে দেখতে গিয়ে যতই চোখ রগড়ান না কেন এমন কথা ঘোষণা করেছেন রাখি স্বয়ং ৷ এবার নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের কনট্রোভার্সি ক্যুইন ৷
advertisement

এর আগেও একবার রাখি সাওয়ান্তের সয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল টেলভিশন শো-তে ৷ বেশ জনপ্রিয়ও হয়েছিল সেই শো ৷ বহু টালবাহানা, নাটুকে কার্যকলাপের পর ক্যানাডিয়ান ব্যবসায়ী, ইলেশ পারুজানওয়ালাকে পছন্দ করেছিলেন রাখি ৷ মালাবদল, আংটিবদল, সবই সম্পন্ন হয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত টেঁকেনি সেই সম্পর্ক ৷

এবার অবশ্য বিয়ে নিয়ে বেশ সিরিয়াস রাখি ৷ এদিন নিজের ইনস্টাগ্রামে বিয়ের কার্ডের ছবি পোস্ট করে হাটে হাঁড়ি ভাঙেন ড্রামা ক্যুইন রাখি ৷ সেখানেই তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর দীপক কালালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি ৷ সুদূর লস অ্যাঞ্জেলসে বসবে বিবাহ বাসর ৷ বেশ কিছুদিন ধরেই রাখির সঙ্গে দীপকের নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ এবার সেই খবরই সত্যি হল ৷

advertisement

গত ২৫ নভেম্বর ছিল রাখির জন্মদিন ৷ ওইদিন হবু স্ত্রীকে শুভেচ্ছা জানাতে একটি মায়ের সঙ্গে একটি ভিডিও করেন দীপক ৷ সেটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাতেই তিনি জানান, রাখিকে বিয়ে করছেন তিনি ৷ রাখিকে অনেক শুভেচ্ছা জানিয়ে শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন দীপক ৷ পাশাপাশি রাখির জন্যে বুকে যে পিয়ারসিং করিয়েছেন, তাও দেখান দীপক ৷ পুণের বাসিন্দা দীপক একজন জনপ্রিয় ইউটিউবার ৷ রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এও এসেছিলেন কালাল। তবে এই খবর আদৌ সত্যি কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাখির সাওয়ান্তের বিয়ে! বুক বিঁধিয়ে ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন হবু স্বামী