মুম্বই পুলিশ আদালতে রাজ কুন্দ্রার জামিন (Raj Kundra Bail Rejected) আবেদনের বিরোধিতা করে বলেছে যে, রাজ জামিন পেলে সমাজের কাছে ভুল বার্তা যাবে। একই সাথে, এই আশঙ্কাও থাকবে যে সে আবার এমন অপরাধ করবে। এপ্রিল মাসে চার্জশিট পেশ করেছে পুলিশ৷ চার্জশিট বা এফআইআরে রাজের নাম নেই, জামিনের আবেদনে সেটা জানানো হয়েছে৷ এমনকী যাদের নাম চার্জশিটে রয়েছে, তারা সকলেই জামিন পেয়ে গিয়েছেন৷ এসব তথ্য তুলে ধরা হয়েছে রাজের জামিনের আবেদনে৷
advertisement
রাজ কুন্দ্রার আবেদনে বলা হয়েছে যে পুরো বিষয়টি অনুমানের উপর ভিত্তি করে করা এবং বাতিল করা উচিত। ম্যাজিস্ট্রেট বুঝতে ব্যর্থ হন যে আবেদনকারীর বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ হয়েছে সেই ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য সামনে আসেনি৷ এই আবেদনের জবাবে মুম্বই পুলিশ বলেছে যে এই অপরাধ গুরুতর প্রকৃতির। বানানো সব ভিডিও কোথায় আপলোড করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
পুলিশ আদালতকে জানিয়েছে যে অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি এই ধরনের আপত্তিকর ভিডিও আপলোড করে তার অপরাধ চালিয়ে যেতে পারেন। এটি সাধারণ জনমানসে এবং সংস্কৃতিতে প্রভাব ফেলবে৷ পুলিশ আরও বলেছে যে রাজ কুন্দ্রা এই মামলার অভিযুক্ত প্রদীপ বক্সীর সঙ্গে সম্পর্কিত। এমনকি তিনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং পরে তদন্ত এড়িয়ে যান।
পুলিশ আদালতকে জানিয়েছে যে, রাজ কুন্দ্রা যদি জামিন পান, তাহলে তিনিও ব্রিটিশ নাগরিক হওয়ার কারণে দেশ ছেড়ে পালাতে পারেন। এর পাশাপাশি, মঙ্গলবার, পর্ন মামলায় মুম্বই পুলিশের দায়ের করা মামলায় রাজ কুন্দ্রার আগাম জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।