মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai crime branch porn) সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রা একটি পর্ন ফিল্ম বানানোর জন্য মেগা প্ল্যান তৈরি করেছিলেন। এতে তাঁর সঙ্গে জড়িত ছিলেন উমেশ কামাত। দুজনে মিলে একটি দীর্ঘ পরিকল্পনা করেছিলেন৷ পর্ন ছবি কীভাবে তৈরি হবে, কে ক্যামেরার কাজ করবেন, ক্যামেরার কোন অ্যাঙ্গেল হবে, সাহসী দৃশ্য কীভাবে শ্যুট হবে এবং নগ্ন দৃশ্যের সব পরিকল্পনা করা হয়েছিল (bollywood porn case)।
advertisement
আরও পড়ুন Raj Kundra Porn Case:রাজ কুন্দ্রার অফিস থেকে গোপন আলমারি উদ্ধার, আরও তথ্য ফাঁসের অপেক্ষা?
সূত্রের খবর, মুম্বই পুলিশ একটি ই-মেইল পেয়েছে, যার মধ্যে রাজ কুন্দ্রা এবং উমেশ কামাত তাদের পরিকল্পানা (Raj Kundra-Umesh Kamat Mega Plan porn) নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে৷ সেখানে কথা হয় যে, প্রতিটি পর্ন ফিল্মের একটি ট্রেলার থাকবে, যার সময়সীমা ৬০ থেকে ৯০ সেকেন্ড হবে৷ এবং এই সব ভিডিও এইচডি কোয়ালিটিতে শ্যুট হওয়ার কথা হয়েছিল বলে জানা গিয়েছে৷
এখানেই উল্লেখ করা হয়েছিল যে ভিডিওটি শ্যুট করতে একটি ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। এর সাথে মডেলদের নিয়েও আলোচনা হয়েছিল। প্রতিটি মডেলের একটি সম্পূর্ণ প্রোফাইল প্রস্তুত করা হবে, যিনি সাহসী এবং নগ্ন শ্যুট করতে পারেন।
শুধু উমেশ কামাত নন, গহনা বশিষ্ঠের সঙ্গে এ নিয়ে কথা হত৷ সঙ্গে ছিলেন যশ ঠাকুরও৷ যশ ঠাকুর নিউফ্লিক্স নামে একটি পর্নোগ্রাফি ডিজিটাল প্ল্যাটফর্ম চালাতেন। এরই মধ্যে রাজ কুন্দ্রার অফিস থেকে উদ্ধার হয়েছে এক গোপন আলমারি৷ সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হবে বলেই ধারণা তদন্তকারীদের৷