এবার প্রিয়াঙ্কা বেছে নিলেন মা কালীর ছবি৷ তাঁর লাল জ্যাকেটের পিছনে থাকল মা কালীর মোটিফ৷ দারুণ সুন্দর ডিজাইন করা এই জ্যাকেট পরে তিনি স্বামীর নিক জোনাসের হাত ধরে হেঁটে চলেছেন৷ দূরে দাঁড়িয়ে হলুদ কালো ট্যাক্সি৷ এর মধ্যে দিয়ে যেন শহর কলকাতার এক প্রতীকী ছবি তুলে ধরার চেষ্টা করেছেন বিশ্বখ্যাত দম্পতি৷
advertisement
মজার বিষয় হল, এই ছবি নিক (Nick Jonas) শেয়ার করেছিলেন ২০২০-র ২৯ ফেব্রুয়ারি৷ অর্থাৎ এক বছরের বেশি সময় আগে এই ছবি সামনে এসেছিল৷ আবার প্রিয়াঙ্কার ফ্যান সাইট এই ছবিটি পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রামে পেজে৷ ব্যাস, আবারও হিট এই পুরনো ছবি৷ খুবই ভাইরাল হয়েছে৷ আসলে প্রিয়াঙ্কার ক্যারিশমাই এমন যে তিনি সবসময় জনপ্রিয়৷ তাই তো পুরনো ছবিতেও তিনি তাক লাগিয়ে দিতে পারেন৷
আপাতত প্রিয়াঙ্কা ও নিক ব্যস্ত রয়েছেন ভারতের (India COVID19) করোনা পরিস্থিতি মোকাবিলায়৷ গিভ ইন্ডিয়া (GiveIndia) উদ্যোগে তিনি করোনা চিকিৎসায় টাকা জোগার করছেন৷ সেই টাকা পুরোটাই দেশে করোনা বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হবে৷ প্রিয়াঙ্কা ও নিক, (Priyanka Nick India Coronavirus) নিজেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাঁদের আহ্বানে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন৷