একদিকে নুসরতের সন্তানের পিতৃপরিচয় সকলের সামনে আসছে। যশ ও নুসরত অভিভাবকত্ব উপভোগ করছেন। নুসরত কাজও শুরু করবেন খুব তাড়াতাড়ি। নুসরত জাহানের সঙ্গে নিখিলের মামলার শুনানি চলছে। অন্যদিকে মডেল হয়ে উঠলেন 'রঙ্গোলি'-র (Rangoli) কর্ণধার। তাহলে কি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নিখিল? এই সব থেকে দূরে থাকার জন্যই কি একেবারে অন্য ভূমিকায় দেখা দিলেন তিনি।
advertisement
আরও পড়ুন- অবিকল যেন বুমরাহ ! ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করা এই বোলারকে দেখে নিন
বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার ভিডিও পোস্ট করছেন নিখিল। এখন কারণ স্পষ্ট, হয়তো মডেলিং করার জন্য নিজেকে তৈরি করেছিলেন তিনি। তবে নিখিল বললেন অন্য কথা। তিনি জানালেন, 'মডেলিং করার জন্য খানিক প্রস্তুতি নিতে হয়েছে ঠিকই। তবে আমি মন শান্ত রাখার জন্য ওয়ার্ক আউট করছি। ইন্টারনাল পিস খুঁজছি। মার্শাল আর্টস শিখছি। আগামী দিনে ইচ্ছে আছে বক্সিং শিখব।'
ক্যামেরার সামনে আসার ব্যাপারে নিখিল জানালেন, ‘‘সে অর্থে মডেলিং এর আগে কখনও করিনি। এই প্রথম। তবে মডেলিং হিসেবে বিষয়টা দেখছি না আমি। লকডাউনে এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করেছি। লকডাউনে ফাঁকা সময় বসে মনে হল যে পুরুষদের জন্য ফেস্টিভ পোশাকের অপশন খুব কম। আমি নিজে কোনও অনুষ্ঠানে যা পরতে চাইবো, তেমন পোশাকই বানাচ্ছি। আমারই ভাবনা। নিজের ভাবনায় নিজে রূপ দিচ্ছি। আমার টিম খুব দারুণ। আমাকে মোটিভেট করতে থাকে।’’
এত দিন তাঁর পোশাক বিপণি সংস্থা শুধু মাত্র মহিলাদের জন্য নানাবিধ পোশাক ডিজাইন করতো। এবার তাঁরা নিয়ে আসছেন মেন'স ফ্যাশন ব্র্যান্ড। পুজো, দিওয়ালির কথা ভেবেই এই নতুন ফ্যাশন ভেঞ্চার।
Arunima Dey