TRENDING:

Nikhil Jain: জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টায় নিখিল? এবার মডেল হিসেবে তাঁর আত্মপ্রকাশ

Last Updated:

Nikhil Jain's new collection for men: এত দিন তাঁর পোশাক বিপণি সংস্থা শুধু মাত্র মহিলাদের জন্য নানাবিধ পোশাক ডিজাইন করতো। এবার তাঁরা নিয়ে আসছেন মেন'স ফ্যাশন ব্র্যান্ড। পুজো, দিওয়ালির কথা ভেবেই এই নতুন ফ্যাশন ভেঞ্চার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ব্যক্তিগত জীবনে টানাপোড়েন চলছে প্রায় বছর খানেক হল। ধীরে ধীরে কি মুভ অন করলেন নিখিল জৈন (Nikhil Jain)? তাঁর পোশাক বিপণি সংস্থা এই প্রথম নিয়ে আসছে পুরুষদের জন্য বিশেষ ফেস্টিভ পোশাক। সেই ফ্যাশন লাইনের জন্য ক্যামেরার সামনে মডেল হিসেবে এলেন  নিখিল নিজেই। এই কালেকশনটির নাম 'রঞ্জ'।
Photo: Instagram
Photo: Instagram
advertisement

একদিকে নুসরতের সন্তানের পিতৃপরিচয় সকলের সামনে আসছে। যশ ও নুসরত অভিভাবকত্ব উপভোগ করছেন। নুসরত কাজও শুরু করবেন খুব তাড়াতাড়ি। নুসরত জাহানের সঙ্গে নিখিলের মামলার শুনানি চলছে। অন্যদিকে মডেল হয়ে উঠলেন 'রঙ্গোলি'-র (Rangoli) কর্ণধার। তাহলে কি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নিখিল? এই সব থেকে দূরে থাকার জন্যই কি একেবারে অন্য ভূমিকায় দেখা দিলেন তিনি।

advertisement

আরও পড়ুন- অবিকল যেন বুমরাহ ! ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন নকল করা এই বোলারকে দেখে নিন

বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার ভিডিও পোস্ট করছেন নিখিল। এখন কারণ স্পষ্ট, হয়তো মডেলিং করার জন্য নিজেকে তৈরি করেছিলেন তিনি। তবে নিখিল বললেন অন্য কথা। তিনি জানালেন, 'মডেলিং করার জন্য খানিক প্রস্তুতি নিতে হয়েছে ঠিকই। তবে আমি মন শান্ত রাখার জন্য ওয়ার্ক আউট করছি। ইন্টারনাল পিস খুঁজছি। মার্শাল আর্টস শিখছি। আগামী দিনে ইচ্ছে আছে বক্সিং শিখব।'

advertisement

ক্যামেরার সামনে আসার ব্যাপারে নিখিল জানালেন, ‘‘সে অর্থে মডেলিং এর আগে কখনও করিনি। এই প্রথম। তবে মডেলিং হিসেবে বিষয়টা দেখছি না আমি। লকডাউনে এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করেছি। লকডাউনে ফাঁকা সময় বসে মনে হল যে পুরুষদের জন্য ফেস্টিভ পোশাকের অপশন খুব কম। আমি নিজে কোনও অনুষ্ঠানে যা পরতে চাইবো, তেমন পোশাকই বানাচ্ছি। আমারই ভাবনা। নিজের ভাবনায় নিজে রূপ দিচ্ছি। আমার টিম খুব দারুণ। আমাকে মোটিভেট করতে থাকে।’’

advertisement

এত দিন তাঁর পোশাক বিপণি সংস্থা শুধু মাত্র মহিলাদের জন্য নানাবিধ পোশাক ডিজাইন করতো। এবার তাঁরা নিয়ে আসছেন মেন'স ফ্যাশন ব্র্যান্ড। পুজো, দিওয়ালির কথা ভেবেই এই নতুন ফ্যাশন ভেঞ্চার।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Arunima Dey

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nikhil Jain: জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টায় নিখিল? এবার মডেল হিসেবে তাঁর আত্মপ্রকাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল