TRENDING:

বিয়ের দিন কেঁদে ফেললেন নিক, কিন্তু কেন ? দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: গত কয়েকমাস ধরে বিয়ের জন্য চূড়ান্ত মাত্রায় প্রস্তুতি নেওয়া হয়েছিল ৷ বিয়েটা যাতে রাজকীয়ভাবে হয় তার জন্য সবদিকে কড়া নজর রেখেছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷ অন্যদিকে, নিকও বিয়ের পর বারকয়েক এ দেশে এসেছিলেন ৷
advertisement

শেষ পর্যন্ত গত ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতি নীতি মেনে বিয়েটা সেরে ফেললেন নিক ও প্রিয়াঙ্কা ৷ বিয়ের মুহূর্তগুলো এতদিন পর্যন্ত ছিল ধরাছোঁয়ার বাইরে ৷ এ বার বিয়ের বিভিন্ন মুহূর্তের কোলাজ নিজেদের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করলেন নিক ও প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন: FIRST PHOTO: টুকটুকে লাল লহেঙ্গায় নিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কা

advertisement

স্বপ্নের মতো সেই বিয়ের ভিডিও ৷ পরণে সাদা গাউন, পরে প্রিয়াঙ্কা তখন বিয়ের জন্য তৈরি। বিয়ের মঞ্চে নিয়ে যাওয়ার সময় মা মধু চোপড়া যখন তাঁর হাতে সাদা জিনিয়া ফুলের বোকে ধরিয়ে দিচ্ছিলেন। তখন প্রিয়াঙ্কার হাত নাকি কাঁপছিল। আর পাঁচ জন সাধারণ ভারতীয় মেয়ের মতোই ভীষণই নার্ভাস হয়ে পড়েন তিনি। তারপর দরজা খুলে বের হয়ে নিককে দেখতেই সব ভয় কেটে যায় তাঁর। মনে হতে থাকে, না, এটাই তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। বিয়ের আগে পরিস্থিতিকে নিজের মনের পরিস্থিতিকে এভাবেই তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।

advertisement

প্রিয়াঙ্কাকে বধূ বেশে দেখে চোখে জল এসে যায় নিকের। একই ভাবে নিককে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কাও। দেখুন সেই মুহূর্ত...

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের দিন কেঁদে ফেললেন নিক, কিন্তু কেন ? দেখুন ভিডিও