আইপিএল খেলার সময় সন্তানসম্ভবা অনুষ্কা বিরাটের সঙ্গেই সংযুক্ত আরব আমিরশাহিতে ছিলেন৷ কিন্তু অ্যাডভ্যান্স প্রেগন্যান্সি স্টেজে আর বিরাটের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি অনুষ্কা৷ বিরাটও সন্তান জন্মের আগে পিতৃত্বকালীন ছুটি চেয়ে নিয়েছেন বোর্ডের থেকে৷ এই অবস্থায় অনুষ্কা ও বিরাটের উইশ তাই আলাদা আলাদাই পোস্ট হয়েছে৷
advertisement
অনুষ্কা (Anushka Sharma) হ্যাপি দিওয়ালি লেখা পোস্ট করেছেন নিজের হ্যান্ডেলে ৷
আর বিরাট (Virat Kohli) একটি ভিডিও বার্তায় সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি বাজিবিহীণ পরিবেশবান্ধব দিওয়ালি পালনের আহ্বান জানিয়েছিলেন ৷
কিন্তু এতেই বেজায় চটেছে নেটিজেনদের একটি অংশ ৷ তাঁদের সাফ দাবি যাঁদের ভাণ্ডার অসংখ্য গাড়ি, এমনকি প্রাইভেট জেট রয়েছে তাঁদের মুখে দূষণ কমানোর কথা মানায় না৷ তাঁদের মতে এই যানবাহনগুলি থেকে যে পরিমাণ দূষণ ছড়ায় তখন বিরুষ্কা কী করেন৷
বিরাট এবং অনুষ্কার ক্ষেত্রে সবসময়েই এরকম হয় যে প্রচুর মানুষ যেমন তাঁদের অসম্ভব পছন্দ করেন ঠিক তেমনিই প্চুর মানুষ তাঁদের যে কোনও কিছুতেই সমালোচনা করতে ছাড়েন না৷ আর তারই জেরে যখন অনুষ্কা প্রেগন্যান্ট এবং বিরাট দেশের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়া সফরে তখন নীতিবাগিশরা তাঁদের ফের একবার জ্ঞান দিয়ে ভরিয়ে দিলেন৷
