শোনা যাচ্ছে যে ছবিতে নায়কের মায়ের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। মূল ছবিতে এই ভূমিকায় ছিলেন টাবু (Tabbu)। তবে হিন্দিতে একই চরিত্রে দেখা যাবে মনীষাকে। ছবির প্রযোজনা করছেন একতা কাপুর (EKta Kapoor) আর পরিচালনায় আছেন রোহিত ধাওয়ান (Rohit Dhawan)। দু'জনেই চেয়েছিলেন তেলগুর মতো হিন্দিতেও নায়কের মায়ের চরিত্রে টাবুই থাকুন। এতে সবারই বাড়তি সুবিধা হবে। আর টাবু যেহেতু চরিত্রটির প্যাঁচ-পয়জার সবই আগে থেকে জানেন তাই তাঁকে বেশি কিছু বোঝাতে হবে না। কিন্তু মুশকিল হল অন্য জায়গায়। টাবু আর কার্তিক ইতিমধ্যেই ভুলভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাই তাঁরা দু'জনেই পরের পর অন্য ছবিতে কাজ করতে খুব একটা উৎসাহ দেখাননি। হিন্দিতে একটা ফ্রেশ মুখের খোঁজে মনীষার কাছে এই চরিত্র নিয়ে যাওয়া হলে তিনি এক কথায় হ্যাঁ বলে দেন। কার্তিকের মতো জনপ্রিয় তারকা আর মনীষার মতো পোড় খাওয়া দুঁদে অভিনেত্রীর মা-ছেলে জুটি বেশ আকর্ষণীয় হবে বলে মনে করছেন প্রযোজক ও পরিচালক।
advertisement
যদিও মনীষা বা কার্তিক কেউই এখনও পর্যন্ত জনসমক্ষে এই ছবি করছেন বলে কোনও দাবি জানাননি। মুখে কুলুপ এঁটে রেখেছেন কৃতিও। যদিও কার্তিকের হাবভাবে বোঝা যাচ্ছে যে তিনি এই ছবি করছেন। বিশেষ করে বুট্টা বম্মা গানের ভিডিও দেখার পর ভক্তরা আশায় বুক বাঁধছেন। নিটোল গল্প ছাড়াও আলা বৈকুণ্ঠপুরমুলুর অন্যতম ইউএসপি ছিল ছবির গান। তাই সব মিলিয়ে কিছুটা খারাপ সময় পার হয়ে কার্তিকের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।