আরও পড়ুন Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও
এমনই মালাইকা আরোরা (Malaika Arora Hot) খুবই প্রিয় নেটিজেনদের কাছে৷ তিনি কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছুতেই যেন নজর নেটাগরিকরদের৷ বিশেষত তাঁর জিমে শরীরচর্চার (Malaika Arora gym photo) ছবি হোক বা ভিডিও, সবই দুরন্ত৷ খুব বেশি নেট দুনিয়ায় জনপ্রিয় হয়৷ আর হবে না কেন৷ ৫০ ছুঁইছুঁই (Malaika Arora age 47) এই সুন্দরীর শরীর এখনও টানটান! হাঁটুর বয়সি যেন কোনও মডেল বা অভিনেত্রীকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তিনি! এতটাই তাঁর ফিটনেস (Malaika Arora Fitness)৷ খান পরিবারের ছেলে আরবাজের সঙ্গে সম্পর্কে ইতি টেনে তিনি এখন অর্জুন কাপুরের প্রেমিকা (Malaika Arora-Arjun Kapoor affair)৷ বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সহবাস৷ এই নিয়েও বেশ চর্চায় থাকেন সকেলর প্রিয় মালা! তবে তাতে তাঁর কিছুই যায় আসে না৷ তিনি নিজের কাজে ব্যস্ত, কারও কথার কোনও পাত্তাই দেন না৷ দিন রাত নিজেকে নিয়ে, নিজের মতো করে থাকতে ভালবাসেন ছাইয়া ছাইয়া গার্ল৷ আর মাঝেমধ্যে পার্টি করেন প্রিয় বন্ধুদের সঙ্গে৷ তার মধ্যে রয়েছেন করিশ্মা ও করিনা(Malaika-Karishma-Kareena-Amrita)৷ এবং তাঁর বোন অমৃতা৷ এদের একটি ছোট গ্রুপ রয়েছে, যারা একসঙ্গে ঘুরতে যান, পার্টি করেন, একসঙ্গে সময় কাটান৷
advertisement
এমনই বোনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন মালাইকা৷ বোঝাই যাচ্ছে ভিডিওটি দেখে যে দু’জনেই ছিলেন বিন্দাস মুডে৷ তাই তো ইনস্টা রিলের এক জনপ্রিয় গানে নাচছিলেন দুই বোন(Malaika-Amrita Viral Dance)৷ তাল মিলিয়ে মিলিয়ে শরীরে যেন ঢেউ উঠছিল দু’জনেরই৷ কিন্তু তারপরই ছন্দপতন৷ এক ধাক্কায় দিদিকে সরিয়ে একা মঞ্চ ছিনিয়ে নিলেন অমৃতা৷ আর দিদি মালাইকা পরে গিয়ে কী করলেন, তা জানা গেলে না ঠিকই, তবে ভিডিওটি পোস্ট করতে তিনি দেরি করলেন না৷