TRENDING:

নিতম্বে দোলা লাগিয়ে তালে তালে মাতালেন মালাইকা ! ভাইরাল ভিডিওয়ে যা দেখে আটকাল চোখ

Last Updated:

অদ্ভুত নাচের ভঙ্গি মালাইকার! মনে করিয়ে দিলেন শাকিরার Hips don't lie-র কথা, দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মালাইকা আরোরা ও তাঁর টানটান শরীরের রহস্য নিয়ে সাধারণ মানুষের মনে প্রচুর প্রশ্ন! কীভাবেই এই বয়সে তিনি এত ফিট, বা তাঁর গ্ল্যামার বজায় রাখতে কী করেন মালাইকা, তা জানতে চান সকলে৷ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মালাইকা৷ প্রতিদিনই তিনি নতুন নতুন ছবি পোস্ট করেন৷ সবেতেই তাঁর শরীরী আর্কষণ ধরা পড়ে গভীরভাবে৷ মালাইকাকে দেখে এমন কোনও পুরুষ নেই, যার মনে ঝড় ওঠে না৷ শরীরী ভাষায় এখনও তিনি যেন সেরার সেরা৷ হাঁটুর বয়সি মেয়েদের সঙ্গে পাল্লা দিতে পারবেন৷
advertisement

কীভাবে নিজেকে রেখেছেন এত ফিট? প্রতিদিন নিয়ম করে জিম যান তিনি৷ চলে যোগাসনও৷ নানাভাবে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে৷ সঙ্গে চলে একেবার ডায়েট মেনে খাওয়া৷ সেই রুটিনের একচুলও এদিন থেকে ওদিক হয় না৷ দিনের পর দিন এভাবে নিজের প্রতি যত্ন নেন মালাইকা৷ তাই তো তিনি যে কোনও মহিলার কাছে খুবই ঈর্ষণীয়! সকলের চান ছাইয়া ছইয়া গার্ল হয়ে উঠতে৷

advertisement

এবার জিমে দেখা গেল মালার নতুন স্টেপ৷ কিছুটা স্কোয়াটের ধরণে শরীরের পিছনের দিকটা উঁচু করে তিনি তালে তালে নাচলেন৷ এতে শরীরের পিছনের দিক টানটান হয়৷ তবে এটা তিনি নিছক মজার সঙ্গে করলেন বলেই জানিয়েছেন মালাইকা৷ তিনি লিখেছেন যে এইভাবে সপ্তাহ শেষ করছি৷ অর্থাৎ টানা সপ্তাহে শরীরচর্চার পর, এটাই যেন তার রিল্যাক্স হওয়ার মন্ত্র! বাহ, আপনার এই অদ্ভুত নাচের ভঙ্গি মনে করিয়ে দিচ্ছে বিখ্যাত গায়িকা শকিরার হিপস ডোন্ট লাইয়ের কথা! এমনই স্বতঃস্ফুত থাকুন আপনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিতম্বে দোলা লাগিয়ে তালে তালে মাতালেন মালাইকা ! ভাইরাল ভিডিওয়ে যা দেখে আটকাল চোখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল