কীভাবে নিজেকে রেখেছেন এত ফিট? প্রতিদিন নিয়ম করে জিম যান তিনি৷ চলে যোগাসনও৷ নানাভাবে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে৷ সঙ্গে চলে একেবার ডায়েট মেনে খাওয়া৷ সেই রুটিনের একচুলও এদিন থেকে ওদিক হয় না৷ দিনের পর দিন এভাবে নিজের প্রতি যত্ন নেন মালাইকা৷ তাই তো তিনি যে কোনও মহিলার কাছে খুবই ঈর্ষণীয়! সকলের চান ছাইয়া ছইয়া গার্ল হয়ে উঠতে৷
advertisement
এবার জিমে দেখা গেল মালার নতুন স্টেপ৷ কিছুটা স্কোয়াটের ধরণে শরীরের পিছনের দিকটা উঁচু করে তিনি তালে তালে নাচলেন৷ এতে শরীরের পিছনের দিক টানটান হয়৷ তবে এটা তিনি নিছক মজার সঙ্গে করলেন বলেই জানিয়েছেন মালাইকা৷ তিনি লিখেছেন যে এইভাবে সপ্তাহ শেষ করছি৷ অর্থাৎ টানা সপ্তাহে শরীরচর্চার পর, এটাই যেন তার রিল্যাক্স হওয়ার মন্ত্র! বাহ, আপনার এই অদ্ভুত নাচের ভঙ্গি মনে করিয়ে দিচ্ছে বিখ্যাত গায়িকা শকিরার হিপস ডোন্ট লাইয়ের কথা! এমনই স্বতঃস্ফুত থাকুন আপনি৷