ভাই সইফকে কোয়াডফাদার বলে সম্বোধন করেছেন সাবা৷ এর অর্থ চার সন্তানের পিতা৷ আগের পক্ষের দুই সন্তান, ইব্রাহিম-সারা এবং করিনার সঙ্গে দুই সন্তান রয়েছে সইফের৷ আগের দুই সন্তান তুলনামূলকভাবে অনেকটাই বড়৷ সারা পুরোদমে বলিউড স্টার হয়ে উঠেছেন৷ তবে তৈমুরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সইফকে৷ তৈমুরকে কখনও আঁকতে শেখানো বা মাটির কাজ শেখাতো দেখা গিয়েছে সইফকে৷ আপাতত একেবারে ছোট নবাবকে নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি৷
advertisement
অন্যদিকে করিনাও ব্যস্ত তাঁর ছোট ছেলেকে নিয়ে৷ টিম অর্থাৎ তৈমুর কিছুটা বড় হয়েছে৷ তাই তাকে রেখে নিশ্চিন্তে নিজের কাজ সারতে পারেন করিনা৷ কিন্তু ১ মাসের সন্তানকে এখন কোলে কোলেই রাখছেন তিনি৷ কিছুদিন আগেই একটি ছবি পোস্ট করে করিনা লেখেন যে, ওর থেকে চোখ ফেরাতেই পারছি না৷ সইফ-করিনার ছোট ছেলের মুখশ্রী কার মতো, কী তার নাম, এসব জানতে আগ্রহী ভক্তকূল৷ কবে ছেলের ছবি সামনে আনবেন তাঁরা, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে৷